• পুলিশের কলারে হাত দুষ্কৃতীর, মেরে হাত ভেঙে দেওয়ার নিদান অনুব্রতর ...
    আজকাল | ২৯ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: পুলিশ আধিকারিকের কলার ধরে টানাটানির ঘটনায় কড়া প্রতিক্রিয়া বীরভূম তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর কথায়, যারা পুলিশের কলার ধরেছে তাদের হাত ভেঙে দেওয়া হবে। পাশাপাশি এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে বীরভূম জেলার জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন, ঝাড়খণ্ড থেকে অস্ত্র এনে বীরভূমে অশান্তি ছড়ানোর চেষ্টা চলছে। 

    প্রসঙ্গত, মঙ্গলবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে সিউড়ির পার্শ্ববর্তী মিনিস্টিল এলাকা। জমি বিবাদের একটি পুরনো ঘটনাকে কেন্দ্র করে আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতীদের দাপাদাপির ঘটনার খবর পেয়ে সিউড়ি থানার আইসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে যান। কিন্তু পুলিশ দেখে দুষ্কৃতীদের সরে যাওয়া তো দূরের কথা, একজনকে যখন সঞ্চয়ন ধরে আসছিলেন তখন ওই ব্যক্তি তাঁর কলার ধরে রীতিমতো টানাটানি করতে থাকে। এই ঘটনার ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয় সোরগোল। 

    ঘটনা প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে অনুব্রত বলেন, 'যে-ই এই ঘটনার সঙ্গে যুক্ত থাকুক, পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। দুষ্কৃতীদের হাত ভেঙে দেওয়া হবে।' পাশাপাশি কাজলের অভিযোগ, ঝাড়খণ্ড থেকে অস্ত্র এনে বীরভূমে উত্তেজনা তৈরির চেষ্টা করা হচ্ছে। প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে রং না দেখে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য।' 

    ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করে কয়েকজনকে আটক করেছে পুলিশ‌। তাদের তরফে জানানো হয়েছে, দোষীদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে। জানা গিয়েছে, এই ঘটনায় তৃণমূলের এক স্থানীয় যুবনেতা-সহ বেশ‌ কয়েকজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র।

     
  • Link to this news (আজকাল)