মালদায় ফের চলল গুলি, নিহত ১, আহতের অবস্থা আশঙ্কাজনক
আজকাল | ২৯ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মালদায় ফের শুটআউট। এবার মদ্যপান নিয়ে বিবাদের জেরে খুন হলেন এক ঠিকা শ্রমিক সরবরাহকারী। গুলিবিদ্ধ তাঁর এক বন্ধু। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার বীরনগর-১ গ্রাম পঞ্চায়েতের রাধানাথটোলা এলাকায়। মৃত প্রদীপ কর্মকার (৫০) ও তাঁর জখম বন্ধু নিরঞ্জন দাস (৪০) ওই এলাকারই বাসিন্দা।
জানা গিয়েছে, এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ নিরঞ্জনের বাড়িতে প্রদীপ মদ্যপান করতে যান। সেখানে আগে থেকেই আসর বসিয়েছিল স্থানীয় আরও পাঁচজন। অভিযোগ, মদ্যপান চলাকালীন বচসা শুরু হলে আচমকাই নিরঞ্জনের বুকে গুলি করে তারা। তাঁকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হন প্রদীপ। এরপর তাঁকে ঘরের ভেতরে ফেলে রেখে বাইরে থেকে দরজায় তালা আটকে দুষ্কৃতীরা পালিয়ে যায়।
স্থানীয়রা নিরঞ্জনকে উদ্ধার করে তাঁকে প্রথমে একটি স্থানীয় হাসপাতাল এবং পরে তাঁকে মালদা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। বৈষ্ণবনগর থানার পুলিশ গিয়ে দরজা ভেঙে প্রদীপকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পথেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। গোটা এলাকা জুড়ে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।