• 'সিপিএম-এর কথায় চলছেন নির্যাতিতার বাবা-মা', বিস্ফোরক অভিযোগ শোভনদেবের
    আজ তক | ২৯ জানুয়ারি ২০২৫
  • তিলোত্তমা কাণ্ডে ক্রমশ বাড়ছে বিতর্ক। মেয়র ফিরহাদ হাকিম থেকে শুরু করে কুণাল ঘোষ, একের পর এক শাসক দলের নেতা এই ইস্যুতে সরব হয়েছেন। এবার সেই তালিকায় যোগ দিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্যে সরাসরি নিশানা তিলোত্তমার মা-বাবা। মন্ত্রীর সাফ দাবি, তিলোত্তমার মা-বাবা সিপিএমের দ্বারা পরিচালিত। এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্গনে নতুন তরজার সূচনা হয়েছে।

    শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য, “তিলোত্তমার মা-বাবা বিভিন্ন সময়ে নানা ধরনের মন্তব্য করছেন। তাঁদের নিজেদের মত প্রকাশ বলে মনে হয় না। সিপিএম তাঁদের নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করছে। মৃত্যুকে হাতিয়ার করে নিজেদের স্বরূপ প্রকাশ করে ফেলেছে। ডাক্তারদের আন্দোলনও সিপিএমের পরিচালিত ছিল। ডাক্তারদের কোনও নৈতিকতা ছিল না। সরকারি বেতন নিয়েও তাঁরা প্রাইভেট প্র্যাকটিস করেছেন। এর পিছনেও সিপিএমের পরিকল্পনা ছিল।”

    কী বলছেন অন্য শাসকদল নেতারা?
    তিলোত্তমার মা-বাবার সাম্প্রতিক মন্তব্য নিয়ে কুণাল ঘোষ তাঁদের ‘চক্রান্তকারীদের মুখপাত্র’ বলে কটাক্ষ করেছেন। অন্যদিকে, ফিরহাদ হাকিম বলেন, “মেয়ের শোকে ওঁরা এমন কথা বলছেন যা তাঁদের এক্তিয়ার বহির্ভূত। এতে তাঁদের প্রতি সহানুভূতিও কমে যাবে।” এবার শোভনদেব চট্টোপাধ্যায়ের দাবি ঘিরে তৃণমূলের একাংশের বক্তব্য আরও আক্রমণাত্মক হয়ে উঠেছে।

    আদালতের রায় এবং বিতর্ক
    শিয়ালদহ কোর্ট সম্প্রতি তিলোত্তমা কাণ্ডে রায় ঘোষণা করেছে। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। যদিও এই রায় নিয়ে শুরু থেকেই বিভিন্ন মত উঠে এসেছে। সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তিলোত্তমার মা-বাবা। তাঁরা রাজ্যের প্রশাসনিক ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন।

    রায় ঘোষণার পর থেকেই তৃণমূল শিবিরের একাংশের তরফে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। শাসক দলের নেতাদের বক্তব্য অনুযায়ী, এই ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তবে, শোভনদেব চট্টোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য তিলোত্তমার মা-বাবাকে সরাসরি আক্রমণ করেছে। এর ফলে এই ইস্যুতে তৃণমূল ও সিপিএমের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন আরও তীব্র হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

    রাজনৈতিক প্রতিক্রিয়া
    সিপিএমের তরফে এই অভিযোগের তীব্র নিন্দা করা হয়েছে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “শাসক দল নিজেদের ব্যর্থতা ঢাকতে এই ধরনের অযথা মন্তব্য করছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের মন্তব্যের মাধ্যমে প্রমাণিত হয় যে তৃণমূল কীভাবে ভুক্তভোগীদের দোষারোপ করতে চায়।”

     
  • Link to this news (আজ তক)