• আর জি কর কাণ্ডে কুণালকে আক্রমণ তাপস জায়ার, নেপথ্যে ‘অন্য রাগ’ দেখছেন তৃণমূল নেতা
    প্রতিদিন | ২৯ জানুয়ারি ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডে বারবার ‘প্রতিক্রিয়া পরিবর্তন’ নিয়ে নির্যাতিতার বাবা-মাকে নিশানা করেছিলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর সেই প্রতিক্রিয়ার সমালোচনা করে সোশাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করলেন প্রয়াত তৃণমূল সাংসদ তাপস পালের স্ত্রী নন্দিনী পাল মুখোপাধ্যায়। কুণাল ঘোষকে ‘রূঢ়’, ‘অসংবেদনশীল’ বলে আক্রমণ করেন তাপস জায়া। পালটা তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদকের খোঁচা, “ওঁর স্বামী ঘরে ছেলে ঢোকাতে চেয়েছিল। উনি এখন যদি অন্য কোনও রাগ আমার উপর মেটাতে চায়, সেটা ঠিক হচ্ছে না।”

    ফেসবুকে নন্দিনীদেবী লেখেন, “কুণালবাবু, আমি ২০দিনের মধ্যে বাবা ও মা-কে হারিয়েছিলাম। একমাত্র সন্তান হয়েও একফোঁটা কাঁদতে পারিনি। স্বামী মারা যাওয়ার পরও তাই। কিন্তু, এই শোক আজও বয়ে বেরচ্ছি। সময় সে কষ্ট লাঘব তো করতেই পারেনি, বরং দিন দিন তা আরও বেড়েছে।” কুণাল ঘোষের উদ্দেশে তাঁর আরও বার্তা, “দয়া করে জানুন, কষ্ট-বেদনা ও তার প্রকাশ বড়ই ব্যক্তিগত। সবাই সবার সামনে দেখাতে পারে না। তাই তাঁরা আবেগহীন, ভাববেন না, দয়া করে।” নন্দিনীদেবীর আক্রমণ, “আপনার মন্তব্য এত অসংবেদনশীল ও রূঢ় কেন বলুন তো? গা পিত্তি জ্বলে যায়!” সঙ্গে প্রশ্ন, “দোষী কি একজন ? নাকি বাবা-মা কাঁদছেন না মানেই ওঁরা ওঁদের মেয়েকে মেরেছেন ? কী বলতে চাইছেন বলুন তো!”
  • Link to this news (প্রতিদিন)