• মধ্যমগ্রামে গ্রেপ্তার ডি বাপি বিরিয়ানির দোকানের কর্ণধার অনির্বাণ দাস
    এই সময় | ২৯ জানুয়ারি ২০২৫
  • বিখ্যাত বিরিয়ানির ‘ডি বাপি বিরিয়ানি’-র দোকানের কর্ণধার অনির্বাণ দাসকে মঙ্গলবার গ্রেপ্তার করল মধ্যমগ্রাম থানার পুলিশ। তাঁকে এ দিনই আদালতে তোলা হয়। দু’দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্যমগ্রামের এই বিরিয়ানির দোকানটির কাছে বাড়ি ভাড়া নিয়েছিলেন বিশ্বজিৎ দত্ত নামে জনৈক ব্যক্তি। সময় মতো ভাড়া দিলেও, তাঁকে সেখান থেকে উঠে যাওয়ার জন্য বারংবার চাপ দিচ্ছিলেন অনির্বাণ। এমনকী, অনির্বাণের বিরুদ্ধে বিশ্বজিতের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হওয়ার অভিযোগও রয়েছে।

    এর পরই ডি বাপি বিরিয়ানির মালিকের বিরুদ্ধে মধ্যমগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন বিশ্বজিৎ দত্ত। তার জেরেই এ দিন গ্রেপ্তার হতে হলো অনির্বাণকে।

    প্রসঙ্গত, দিন কয়েক আগেই অন্য এক কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছিল ডি বাপি বিরিয়ানির ব্যারাকপুরের শাখাটি। গুলি চালানোর পাশাপাশি লক্ষাধিক টাকা দাবি করে উড়োচিঠি পাঠানো হয়েছিল সেখানে। তাঁকে নানা হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন অনির্বাণ। এ বার অবশ্য অভিযোগের তির তাঁরই দিকে।

  • Link to this news (এই সময়)