• কলকাতায় ‘বন্ধুত্বের ইভেন্ট’, টিকিট কেটেই সঙ্গীর খোঁজ!
    এই সময় | ২৯ জানুয়ারি ২০২৫
  • অঞ্জন চক্রবর্তী

    বাস, ট্রেন, ফিল্ম, নাটক, হাসপাতাল থেকে বন্ধুত্ব — কমন কী বলুন তো? উত্তর হলো, ‘টিকিট’। অভিধানের পাতায় যে শব্দের অর্থ — এক টুকরো কাগজ বা কার্ড, যার সূত্রে কিছু নির্দিষ্ট অধিকার পাওয়া যায়। এখন বলবেন, বন্ধুত্বের টিকিট আবার কী? কী আবার! বন্ধুত্ব বা ডেটিং পার্টনার পাওয়ার ‘অধিকারপত্র’। যার সূত্রে হাতের কাছে মিলছে বন্ধু, ডেটিং বা চা–কফি খাওয়ার পার্টনার। এ ভাবে বন্ধুত্ব পাতিয়ে কিছুটা সময় কাটানোর সুযোগ এখন কলকাতাতেও। টিকিট কেটে ‘যদি কাটে প্রহর পাশে বসে, মনের দুটো কথা বলে... ক্ষতি কী!’

    হালফিলের বেশ কিছু সমীক্ষা থেকে জানা যাচ্ছে, ডেটিং অ্যাপের চিরাচরিত ‘ফেটিগ’ গ্রাস করছে নতুন প্রজন্মের একাংশকে। তাই সেখান থেকে সরে এসে নিছক আড্ডা মারার সঙ্গী অনেকেই খুঁজছেন বিভিন্ন অ্যাপে। সেই খোঁজ কি শুধুই বন্ধুতার? উত্তর দেওয়া মুশকিল। তবে তাঁরা যে নতুন মেজাজে, নতুন ভাবে সোশ্যালাইজ় করতে চাইছেন, সেটা স্পষ্ট। এই ট্রেন্ড ধরেই নতুন কিছু সোশ্যালাইজ়িং ইভেন্ট হাজির করছেন বিভিন্ন আয়োজক। আড্ডা মারতে বা ডেট করতে ইচ্ছুক যে কেউ টিকিট কেটে প্লেস বুক করতে পারেন সেই ইভেন্টে।

    ব্যস্ততা, সোশ্যালাইজ়িংয়ের তাগিদ, আড্ডা–গল্পের পরিসর সঙ্কীর্ণ হওয়ায় একাকিত্ব এখন প্রায় সকলেরই ‘সঙ্গী’। লোনলিনেসের একঘেয়েমি কাটাতে নানা বয়সের মানুষই বন্ধুত্বের খোঁজ করেন। সেই চাহিদাকেই অ্যাড্রেস করছেন আয়োজকরা। যেখানে টিকিট কেটে ‘ব্লাইন্ড ডেট’ হয়ে উঠছে ‘চায়ে পে চর্চা’! ‘স্পিড ডেটিং’ বা ‘ডেট নাইট পেন্টিং’ হয়তো কোনও ইভেন্ট। যদিও এতটা অ্যাডভেঞ্চারে অনেকের মন সায় না–ও দিতে পারে। তাঁদের জন্য রয়েছে ‘সিঙ্গলস মিট আপ’। এক ছাদের তলায় জড়ো হচ্ছেন বেশ কিছু ‘সিঙ্গল’। পরস্পরের সঙ্গে দেখা করা মানেই কথা বলতে হবে বা ডেট করতে হবে, এমন কোনও মাথাব্যথা সেখানে নেই। আড্ডা, খাওয়ায় কোয়ালিটি টাইম কাটানোর দেদার সুযোগ। সঙ্গে কাউকে পছন্দ হয়ে গেলে? বিষয়টা পরেও ভাবা যেতে পারে।

    এ রকম একটি ইভেন্টের আয়োজক সংস্থার কর্তা সিদ্ধার্থ ভাটিয়া বলেন, ‘লন্ডন, সিডনি, দুবাইয়ে এমন ইভেন্ট খুবই জনপ্রিয়। সেখান থেকে পজ়িটিভ ফিডব্যাক পাওয়ার পরে কলকাতা–সহ ভারতের ১৫টি শহরে এই ইভেন্ট হচ্ছে। বিভিন্ন রিসার্চে আমরা দেখছি, একাধিক কারণে মানুষ একাকিত্বে ভুগছেন। তাই সমমনস্কদের এক ছাদের তলায় আনাই আমাদের লক্ষ্য।’

    ভারতের বিভিন্ন শহরের ইভেন্টগুলিতে টিকিটের দাম ২০০ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত। পাঁচতারা হোটেল থেকে ছিমছাম বার–রেস্তোরাঁ, বিভিন্ন ওপেন স্পেস রয়েছে ইভেন্ট হোস্টিংয়ের লিস্টে। মজার খেলা, জমাটি আড্ডা থেকে খাওয়াদাওয়া — থাকছে সবই। কোন বয়সিরা ইভেন্টে যোগ দিতে পারবেন, সেটাও জানানো হচ্ছে। মূলত জেন জ়ি ও মিলেনিয়ালদের জন্যই আপাতত এই আয়োজন।

    পাশাপাশি আয়োজকরা জানাচ্ছেন, যদি কোনও ক্ষেত্রে টিকিট বুকিংয়ে জেন্ডার–রেশিও ‘সামঞ্জস্যপূর্ণ’ না হয়, তা হলে সেই ইভেন্ট বন্ধ থাকবে। টিকিটের টাকা রিফান্ড হবে। এখানে আবার উঠছে অন্য প্রশ্ন। জেন্ডার–রেশিও সামঞ্জস্যপূর্ণ হওয়া মানে কী? আয়োজকদের বক্তব্য, একেবারে ১–১ না হলেও দাঁড়িপাল্লাটা একদিকে খুব বেশি হেলে গেলে অন্য পক্ষ অস্বস্তি বোধ করতে পারেন। এতে অবশ্য বিতর্ক থামছে না। প্রথমত, আবেদনের জন্য ফর্ম ফিলিংয়ের সময়ে মেল বা ফিমেল জানাতে হচ্ছে। সেখানে তৃতীয় লিঙ্গের সংস্থান নেই। দ্বিতীয়ত, কোনও দু’জন মানুষ হোমোসেক্সুয়াল হলে তাঁদের ক্ষেত্রে এই ‘সামঞ্জস্যের’ সংজ্ঞা কিন্তু হবে আলাদা। এই জেন্ডার–রেশিও পয়েন্টে কেউ কেউ ‘নীতিপুলিশির’ গন্ধও পাচ্ছেন। যদিও আয়োজকরা বিষয়টাকে সে ভাবে দেখছেন না।

    এমন ইভেন্ট প্রসঙ্গে সোশিওলজির প্রবীণ শিক্ষক প্রশান্ত রায় বলছেন, ‘বেসিক কারণ বোরডম। স্কুল, কলেজ জীবনে যে বন্ধুরা ছিল, তাদের সঙ্গে আড্ডা কমছে। নতুন বন্ধু পাতানোর ক্ষমতা কমছে। বন্ধু না–থাকায় একাকিত্ব বেড়েছে। সেটা বুঝেই বিষয়টাকে ইভেন্ট হিসেবে সামনে আনছেন আয়োজকরা। টাকার বিনিময়ে এ ভাবে সঙ্গ খোঁজা বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রিতে দীর্ঘ দিন ধরেই রয়েছে। এখানেও সেই সুযোগ তৈরি হয়েছে।’

    রিলেশনশিপ কোচ শ্রীময়ী তরফদারের কথায়, ‘আসলে এখন বেশিরভাগ বন্ধুত্ব, সম্পর্ক সীমাবদ্ধ ভার্চুয়াল স্পেসেই। তাই এমন ইভেন্টের প্রয়োজন হচ্ছে। এর পোশাকি নাম ‘সোশ্যাল মিক্সার্স’। এই ইভেন্টে সমমনস্কদের খুঁজে পাওয়ার একটা সম্ভাবনা নিয়েই যাচ্ছেন বেশিরভাগ সিঙ্গল।’

    তা হলে কি এ ধরনের ইভেন্ট ডেটিং প্যাটার্ন–এর জেনারেশনাল শিফ্ট? অভিনেত্রী লহমা ভট্টাচার্য বলেন, ‘ভাবনাটা বেশ ভালো। একাকিত্বে তো কম–বেশি অনেকেই ভুগছেন। তাই যদি বন্ধুত্ব করার সুযোগ, অাড্ডা মারার অবসর বিভিন্ন বয়সের মানুষের জন্য তৈরি করা যায়, সেটাও তো দারুণ হয়। আয়োজকরা অংশগ্রহণকারীদের কিছু ব্যাকগ্রাউন্ড চেক করে নিলে বিষয়টা অন্য মাত্রা পেতে পারে।’

  • Link to this news (এই সময়)