• মাঘের শীতে নাকি বাঘ পালায়! এ বার আদৌ কি ঠান্ডা পড়বে, কী বলছে হাওয়া অফিস
    এই সময় | ২৯ জানুয়ারি ২০২৫
  • এ বার গোটা মরশুম জুড়েই ধাপ্পা দিয়ে গিয়েছে শীত। হাড় কাঁপানো ঠান্ডার তো প্রশ্নই নেই, উল্টে পৌষ-মাঘের রাতেও ঘামতে হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস, এ বার শীতের বিদায় নেওয়া শুধু সময়ের অপেক্ষা। বুধবার রাতেও ৩ ডিগ্রি বেড়েছে তাপমাত্রা। দিনের তাপমাত্রাও বাড়ছে।

    বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেড়েছে। সরস্বতী পুজোয় অর্থাৎ সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির ঘরে পৌঁছতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে বেপথু উত্তুরে হাওয়া। বুধবার আবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। শনিবার ১ ফেব্রুয়ারি আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে।

    তবে তাপমাত্রা বাড়লেও ঘন কুয়াশার দাপট থেকে এখনই অব্যাহতি নেই দক্ষিণবঙ্গের। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে কুয়াশার সতর্কতা জারি হয়েছে। পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে।

    বুধবার রাতের তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে ১৭.৪ ডিগ্রি হয়েছে। স্বাভাবিকের থেকে যা প্রায় ৩ ডিগ্রি বেশি। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি থেকে বেড়ে ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৯ থেকে ৮৮ শতাংশ।

  • Link to this news (এই সময়)