• উচ্চমাধ্যমিক পড়ুয়াদের কেরিয়ার গাইডেন্সের জন্য শিক্ষকদের কর্মশালা
    এই সময় | ২৯ জানুয়ারি ২০২৫
  • এই সময়, কোচবিহার: রাজ্যের প্রান্তিক জেলা কোচবিহার। কলকাতা, শিলিগুড়ির মতো বড় শহরগুলোর ছেলেমেয়েদের সঙ্গে পাল্লা দিয়ে উচ্চমাধ্যমিক পাশের পর কী নিয়ে পড়াশোনা করা যায়, কিংবা ভবিষ্যতে চাকরি করতে কোন ক্ষেত্রে যাওয়া সঠিক, তার কোনও দিশা পায় না এই এলাকার অনেক পড়ুয়া। তাই তাঁদের ভবিষ্যৎ গড়তে এবং কেরিয়ার গাইডেন্সের উপর বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।

    কেন্দ্রের কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রালয়ের অধীনে ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়ার (আইসিএসআই) তিনজন বিশেষজ্ঞ আসছেন কোচবিহারে। তাঁরা ২৯ ও ৩০ জানুয়ারি কোচবিহারে জেলার সমস্ত উচ্চ মাধ্যমিক স্কুলের দু’জন করে শিক্ষকদের নিয়ে একটি কর্মশালা করতে চলেছেন। জেলা সমগ্র শিক্ষা মিশন এর উদ্যোগ নিয়েছে ।শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, কোচবিহারে বর্তমানে ২০৯টি উচ্চ মাধ্যমিক স্তরের বিদ্যালয় রয়েছে।

    এই বিদ্যালয়গুলোর মূলত একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ার গাইডেন্সের বিষয়ে বিদ্যালয়গুলোতে কাউন্সেলিং করানো হবে। আর তার জন্য এই বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক বা শিক্ষিকা এবং দায়িত্বে থাকা নোডাল শিক্ষকদের নিয়ে কর্মশালা করবে আইসিএসআই এবং জেলা সমগ্র শিক্ষা মিশন। কোচবিহার উৎসব অডিটোরিয়ামে ২৯ জনুয়ারি কোচবিহার সদর এবং দিনহাটা মহকুমা এলাকার বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকাদের নিয়ে কর্মশালা হবে। ৩০ জনুয়ারি মাথাভাঙ্গা, তুফানগঞ্জ এবং মেখলিগঞ্জ এলাকার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা থাকবেন।

    মূলত তিনটি বিষয়ের উপর ছাত্রছাত্রীদের তৈরি করতে ফোকাস করা হচ্ছে। তার মধ্যে রয়েছে কোম্পানি সেক্রেটারি, ক্যাপিটাল মার্কেটিং এবং চাটার্ড অ্যাকাউন্ট। দিল্লি থেকে আসা বিশেষজ্ঞরা এই বিষয়ের উপর আলোকপাত করবেন। পাশাপাশি কেরিয়ার কাউন্সেলিং নিয়েও আলোচনা হবে। শিক্ষক-শিক্ষিকাদের সামনে সমস্ত বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরবেন বিশেষজ্ঞরা। যাতে করে পড়ুয়ারা বিষয়গুলো সম্পর্কে অবগত হয়। উচ্চ মাধ্যমিক পাশ করার পর সঠিক সিদ্ধান্ত নিতে পারে তারা। কোচবিহার ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার মহাদেব শৈব বলেন, ‘এই প্রথম এই ধরনের কাজ কোচবিহার জেলায় হতে চলেছে। এর মাধ্যমে গ্রামেগঞ্জের ছাত্রছাত্রীরা উপকৃত হবে। তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় সাহায্য করবে।’

  • Link to this news (এই সময়)