• ক্লাসেই বিয়ের আসর! বিভাগীয় প্রধানকে সিঁদুর পড়ালেন ছাত্র, নদিয়ার বিশ্ববিদ্যালয়ে চাঞ্চল্য...
    আজকাল | ২৯ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: প্রজেক্টের কাজ করতে গিয়ে বিভাগীয় প্রধান শিক্ষিকার সঙ্গে প্রথম বর্ষের ছাত্রের বিয়ের ছবিকে ঘিরে চাঞ্চল্য ছড়াল নদিয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি মাকাউটি (ম্যাকাউট)-তে। এই ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ওই বিশ্ববিদ্যালয়। ওই বিভাগীয় প্রধানকে ছুটিতে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যদিও শিক্ষিকার দাবি, প্রজেক্টের অংশ হিসাবে ওই দৃশ্য তৈরি করা হয়েছিল। কিন্তু কোন প্রজেক্টে এই ধরনের বিবাহের প্রস্তুতির ও ভিডিও ছবি ওঠে সেই প্রশ্নের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।

    নদিয়ার ওই বিশ্ববিদ্যালয়টিতে প্রযুক্তির শেখানো হয়ে থাকে। এই বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজ্য জুড়ে আরও অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের পোডিয়ামে উঠে এসেছেন ছাত্র এবং শিক্ষিকা দু'জনেই। সাক্ষীর উপস্থিতিতে একে অপরকে স্বামী-স্ত্রী হিসেবে মেনে নিয়েছেন। গোটা বিষয়টির ভিডিও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের হাতে এসেছে। যদিও ওই শিক্ষিকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছেন, তিনি যে বিভাগের প্রধান, বিয়ের আসরটি সেটিরই প্রজেক্টের অংশবিশেষ। ঘটনার ভিডিও ভাইরাল হতেই তদন্ত কমিটি বসে। ভাইরাল ভিডিও থেকে জানা গিয়েছে গত ১৬ জানুয়ারি ক্লাসরুমের মধ্যেই বিয়ের আসরটি বসে। মালাবদল থেকে শুরু করে সিঁদুরদান সবই দেখানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ক্লাসরুমের মধ্যেই। বিশ্ববিদ্যালয়ের বিয়ের আসর ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে মুখ খুলতে নারাজ। ঘটনার কথা জানাজানি হতেই ওই বিভাগীয় প্রধানকে ছুটিতে পাঠানো হয়েছে।
  • Link to this news (আজকাল)