৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস, ৩-৪ ডিগ্রি বাড়বে তাপমাত্রা; তবে কি শীত বিদায়?
আজ তক | ২৯ জানুয়ারি ২০২৫
মাঘের দিন কয়েক পেরিয়েও জাঁকিয়ে শীতের দেখা নেই। বরং ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। আজই ৩ জেলায় বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী ৪ দিন রাতের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। এছাড়া তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন নেই। তবে কি শীত বিদায়ের পথে?
দক্ষিণবঙ্গে আপাতত কোথাও কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলা শুষ্ক থাকতে চলেছে। ২ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশের আবহাওয়া কেমন থাকবে?
আবহাওয়া দফতরে জানিয়েছে, একের পর এক দুটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। একটি ২৯ জানুয়ারি থেকে পশ্চিম হিমালয় অঞ্চলকে প্রভাবিত করবে। দ্বিতীয়টি ফেব্রুয়ারিতে সক্রিয় হবে। যে কারণে ২৯ জানুয়ারি হিমালয়ের উপরের অংশে প্রথম পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হবে। এর পরেই ১ ফেব্রুয়ারি দ্বিতীয় পশ্চিমী ঝঞ্ঝারও প্রভাব পড়বে। উভয়ের প্রভাবে পাহাড়ি এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বৃষ্টিও হবে। দার্জিলিম, কালিম্পঙ ও জলপাইগুডটিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী দু-তিন দিনে তাপমাত্রা বাড়বে। তারপর সামান্য কমার পূর্বাভাস রয়েছে। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত আর নেই। রাজ্যের সর্বত্র আগামী দু-তিন দিনে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি বাড়বে। তবে আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার বড় কোনও পরিবর্তন নেই। দক্ষিণের জেলাগুলিতে থাকবে কুয়াশার দাপট। বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর থাকবে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। হালকা কুয়াশার সম্ভাবনা ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়।
আজ বুধবার কলকাতায় তাপমাত্রা থাকবে সর্বনিম্ন ১৮ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকবে।