মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনায় গভীর শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার মধ্য রাতের ঘটনায় বুধবার এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লেখেন, ‘মহাকুম্ভে মর্মান্তিক পদপিষ্ট হওয়ার ঘটনায় আমি খুবই মর্মাহত। ১৫ জন মারা গিয়েছেন। সকলের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’ একই সঙ্গে গঙ্গাসাগর মেলার প্রসঙ্গও তুলে ধরেন মমতা। এই ধরনের বিশাল ধর্মীয় সমাগমে কতটা সুষ্ঠু ব্যবস্থাপনা হওয়া দরকার, সে কথাও তুলে ধরেন।
মমতা লেখেন, ‘গঙ্গাসাগর থেকে যা শিখেছি, তাতে আমার মনে হয় এই ধরনের বড় জমায়েতের ক্ষেত্রে সুনির্দিষ্ট পরিকল্পনা ও নজরদারিতে কোনও ফাঁক রাখলে চলবে না। বিশেষ করে যখন পুণ্যার্থীদের জীবনের প্রশ্ন।’
বুধবার মৌনী অমাবস্যায় অমৃত স্নানের আগে সাংঘাতিক দুর্ঘটনা ঘটে। কোটি কোটি মানুষের ভিড় সেখানে। সেই ভিড়ে ব্যারিকেড ভেঙে প্রাণঘাতী ঘটনা ঘটে। সূত্রের খবর, বহু মানুষ এখনও নিখোঁজ। স্থানীয় হাসপাতালগুলিতে তিল ধারণের জায়গা নেই। মর্গের সামনে পরিজনরা ভিড় করে দাঁড়িয়ে।