মঙ্গলবার থেকে শুরু হয়ে গেলো ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। সল্টলেক সেন্ট্রাল পার্কে বইমেলা প্রাঙ্গণে বইমেলা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। বইপ্রেমীদের যাতায়াতের সুবিধায় অতিরিক্ত সরকারি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দপ্তর। করুণাময়ী বাস টার্মিনাস ও ময়ূখ ভবন থেকে কলকাতা, শহরতলিতে যাবে বাসগুলি।
সল্টলেক করুণাময়ী থেকে শিয়ালদহ, মন্দিরতলা, রাজাবাজার, হাওড়া স্টেশন, পর্ণশ্রী, শকুন্তলা পার্ক, জোকা, গড়িয়াহাট, ঠাকুরপুকুর, টালিগঞ্জ মেট্রো, গড়িয়া, কামালগাজি, বারুইপুর, যাদবপুর, উল্টোডাঙা, এয়ারপোর্ট ১ নম্বর গেট, ব্যারাকপুর, বারাসত, সাঁতরাগাছি ও বালি হল্টে বাস ছাড়বে।
ময়ূখ ভবন বাসস্ট্যান্ড ছাড়বে উল্টোডাঙা, রথতলা (ডানলপ), বেলগাছিয়া, বারাসত, ব্যারাকপুরের। বিকাল ৩টে থেকে রাত ৯টা অবধি বিশেষ পরিষেবা পাওয়া যাবে। শিয়ালদহ স্টেশন, মন্দিরতলা, রাজাবাজারের জন্য বইমেলা স্পেশাল বাস থাকবে।
করুণাময়ী থেকে শিয়ালদহ স্টেশনে শাটল যাবে বেলেঘাটা মেন রোড হয়ে। বেলেঘাটা-শিয়ালদহ হয়ে যাবে হাওড়া মন্দিরতলা বাস। বেলেঘাটা-শিয়ালদহ হয়ে যাবে রাজাবাজার বুকফেয়ার স্পেশালও।
এসি-১২ চিংড়িহাটা-সায়েন্সসিটি-এসপ্ল্যানেড হয়ে হাওড়া স্টেশনে যাবে। এসি-৫৯ কাঁকুরগাছি-গিরিশ পার্ক হয়ে হাওড়া স্টেশনে যাবে। শিয়ালদহ-এসপ্ল্যানেড-তারাতলা ক্রসিং হয়ে এস-১৬ যাবে ঠাকুরপুকুর। সায়েন্স সিটি-রুবি-গড়িয়াহাট হয়ে যাবে টালিগঞ্জ মেট্রো বুক ফেয়ার স্পেশাল।
এসি-৯ পরিবেশ ভবন-ইএম বাইপাস-অজয়নগর হয়ে যাদবপুর যাবে। অন্য দিকে এস-৯ যাদবপুর যাবে পরিবেশ ভবন-ইএম বাইপাস-অজয়নগর হয়ে। রুবি-রাসবিহারী-তারাতলা হয়ে এস-ফোর পর্ণশ্রী যাবে। এস-২২/৪৬ শকুন্তলা পার্ক যাবে রুবি-গড়িয়াহাট-চেতলা-তারাতলা ক্রসিং-বেহালা হয়ে। সায়েন্স সিটি-রুবি হয়ে গড়িয়াহাট যাবে বুক ফেয়ার স্পেশাল। জোকা যাওয়ার জন্য বুক ফেয়ার স্পেশাল যাবে রুবি-গড়িয়াহাট-টালিগঞ্জ হয়ে।
এস-১৪ থাকছে গড়িয়া যাওয়ার জন্য। যাবে সায়েন্স সিটি-রুবি হয়ে। বুক ফেয়ার স্পেশাল কামালগাজির বাস যাবে সায়েন্স সিটি-রুবি হয়ে। এসটি-১২/ বুক ফেয়ার স্পেশাল বারুইপুরের বাস যাবে সায়েন্স সিটি-রুবি-কামালগাজি হয়ে।
নিউটাউন-এয়ারপোর্ট হয়ে যাবে বারাসতের বাস। ডি-১৯বি যাবে এয়ারপোর্ট-মধ্যমগ্রাম-বারাসত। সাঁতরাগাছি যাওয়ার জন্য থাকবে ভিএস-১২। পার্ক সার্কাস-এক্সাইড হয়ে যাবে বাসটি।
কাদাপাড়া হয়ে উল্টোডাঙা যাওয়ার শাটল যাবে। এয়ারপোর্ট-১ নম্বর গেটে যাওয়ার জন্য এসি-৩৮ যাবে চিনার পার্ক হয়ে। ব্যারাকপুরের বাস এস-৫৮ যাবে উল্টোডাঙা, বিটি রোড হয়ে।
বালি হল্টের বুক ফেয়ার স্পেশাল বাস যাবে এয়ারপোর্ট হয়ে। এসি-২৩এ/এস-২৩এ বালি হল্ট যাওয়ার বাস যাবে এয়ারপোর্ট-১ নম্বর গেট, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে হয়ে।
অন্য দিকে বইপ্রেমীদের কথা মাথায় রেখে কলকাতা মেট্রোও অতিরিক্ত ট্রেন চালাবে। গ্রিন লাইন-১ অর্থাৎ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত লাইনে চলবে বিশেষ মেট্রো। শুধু তাই নয়, বইমেলা চলাকালীন প্রতি রবিবারও মেট্রো চলবে। সোমবার থেকে শনিবার ১০৬টির বদলে মোট ১২২টি মেট্রো চলবে। ২ ফেব্রুয়ারি ও ৯ ফেব্রুয়ারি দুই রবিবার ৭৪টি মেট্রো চলবে।