এই সময়: বিধানভবনের দায়িত্ব থেকে অব্যহতি পাওয়ার পরে অধীর চৌধুরী মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের হারানো জমি উদ্ধার করতে কোমর বেঁধে নেমেছেন। গত এক মাসের কম সময়ে রানিনগর, ডোমকল, ভরতপুর, নবগ্রাম, নওদা, ভগবানগোলা–একের পর এক বিধানসভায় কর্মিসভা, মিছিল করে কর্মীদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করছেন।
জেলার যুব কংগ্রেস নেতা–কর্মীদের নিয়ে সম্মেলনও করেছেন তিনি। প্রতিটি সভায় অধীর বলছেন, ‘আমি দায়িত্ব নিয়ে বলছি, আগামী দিনে মুর্শিদাবাদে কংগ্রেস তার হারানো জমি ফিরে পাবে।’
মোট ১৪ দফা দাবি নিয়ে মুর্শিদাবাদ জেলা পরিষদে গণ ডেপুটেশনের নামে কাল, বৃহস্পতিবার বহরমপুরে বড় জমায়েত করতে চলেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। জেলা কংগ্রেসের পোড়খাওয়া নেতা মনোজ চক্রবর্তীর কথায়, ‘বিভিন্ন প্রান্ত থেকে ওই দিন মানুষ আসবেন। নির্বাচনে জয়–পরাজয় রয়েছে কিন্তু আমরা বসে নেই। মানুষও তৃণমূল ও বিজেপির বাইনারি পলিটিক্স ধরে ফেলেছে।’
অধীর মুর্শিদাবাদে কংগ্রেসের হারানো জমি উদ্ধার করা যাবে বলে মনে করলেও তা স্বপ্ন বলে কটাক্ষ করেছেন তৃণমূলের বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকার।
কান্দির তৃণমূল বিধায়কের কটাক্ষ, ‘২০২১ বিধানসভা নির্বাচনে কংগ্রেস শূন্য হয়েছে। ২০২২ সালের পুর নির্বাচনে কংগ্রেস হেরেছে। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস হেরেছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে অধীর নিজে হেরেছেন। মুর্শিদাবাদের মানুষ বুঝিয়ে দিয়েছে তাঁরা কী চায়, কংগ্রেসের ঘুরে দাঁড়ানো স্বপ্ন দেখার নামান্তর।’