• আবাসের টাকা ঢুকতেই কাটমানি চাওয়ার হিড়িক? সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ
    এই সময় | ২৯ জানুয়ারি ২০২৫
  • এই সময়, তুফানগঞ্জ: এবার আবাস যোজনায় কাটমানির অভিযোগ তুলে দলের বুথ সভাপতিদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন তুফানগঞ্জের নাককাটিগছ অঞ্চল কমিটির কিষান ক্ষেতমজদুর সংগঠনের সভাপতি।

    মোস্তাফা হোসেন নামে এই তৃণমূল নেতা ফেসবুকে লিখেছেন, ‘একটু লজ্জা করুন, ঘরের নাম করে বুথে বুথে টাকা তোলা বন্ধ করান। অঞ্চল থেকে ব্লক স্তরে সব জায়গায় জানানোর পরেও আপনারা কোনও স্টেপ নেননি। তাই ফেসবুক পোস্ট করলাম।’ এই ফেসবুক পোস্ট ঘিরে অস্বস্তি বেড়েছে তৃণমূলের অন্দরে।

    তুফানগঞ্জ–১ ব্লকে ইতিমধ্যে ৭ হাজার ৪০০–র বেশি উপভোক্তারা প্রথম দফার ৬০ হাজার টাকা পেয়েছেন। সেই টাকায় শুরু হয়েছে বাড়ি তৈরির কাজ। অভিযোগ, অঞ্চলের তৃণমূলের বুথ সভাপতিরা ঘরপ্রাপকদের মাথাপিছু দু’হাজার টাকা করে কাটমানি দাবি করেছেন। মোস্তাফা বলেন, ‘আমার কাছে ঘরপ্রাপকরা কাটমানির অভিযোগ জানিয়েছেন। বুথ সভাপতিদের বিরুদ্ধে অঞ্চল ও ব্লকের নেতৃত্বকে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। তাই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছি।’৷ এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক উপভোক্তা বলেন, ‘স্থানীয় কিছু তৃণমূল নেতা বাড়ি এসে বলে গিয়েছেন পার্টি ফান্ডের জন্য তাঁদের দু’হাজার টাকা করে দিতে হবে৷’

    বিষয়টি নিয়ে তুফানগঞ্জ ১ ব্লক সভাপতি প্রদীপ বসাক বলেন, ‘আমিও এ ধরনের অভিযোগ শুনেছি। অভিযোগের প্রমাণ পেলে অভিযুক্তদের দল থেকে তাকে সাসপেন্ড করা হবে।’ যদিও এ বিষয়ে এখনও কোনও অভিযোগ জমা পড়েনি প্রশাসনের কাছে৷ তুফানগঞ্জ ১–এর বিডিও সঞ্জয় ঘিসিং বলেন, ‘এ নিয়ে কোনও অভিযোগ এলে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’

    এদিকে শীতলখুচিতে আবাস প্রকল্পের টাকার কাটমানি চাওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে৷ ঘটনায় শীতলখুচি থানায় অভিযোগ দায়ের করেছেন এক গ্রামবাসী। সোমবার বিডিও অফিসেও অভিযোগ জানানো হয়েছে। তুলসী দাস মণ্ডল নামে পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন গ্রামবাসী আশরাফুল আলম।

    অভিযোগ, ছ’হাজার টাকা কাটমানি দাবি করা হয়। আশরাফুল বলেন, ‘আমি কাটমানি দিতে রাজি না হওয়ায় বাড়ি তৈরির কাজে বাধা দেওয়া হয়েছে।’ যদিও তুলসী বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। কিন্তু ফোনে তাঁর কাটমানি দিতে বলার কথা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় (এর সত্যতা যাচাই করেনি এই সময়)৷ এ প্রসঙ্গে তৃণমূলের কোচবিহার জেলা কমিটির চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন, ‘দলের কারওর বিরুদ্ধে যদি নির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে দলীয় তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

  • Link to this news (এই সময়)