গিল্যাঁ বারে সিনড্রোমে রাজ্যে আরও এক মৃত্যুর খবর পাওয়া গেল বুধবার। এ বারও আক্রান্ত রোগী উত্তর ২৪ পরগনার বাসিন্দা। আমডাঙার পর এ বার জগদ্দলের এক কিশোরের মৃত্যু হয়েছে বলে খবর। জানা গিয়েছে, প্রায় এক সপ্তাহ ধরে বিসি রায় হাসপাতালে ভর্তি ছিল ওই কিশোর। ২৬ জানুয়ারি দেবকুমার সাউ নামে ওই কিশোরের মৃত্যু হয়।
বিসি রায় হাসপাতালের অধ্যক্ষ দিলীপ পাল বলেন, ‘জগদ্দলের ওই কিশোর অল্পদিনই হাসপাতালে ভর্তি ছিল। খুব খারাপ অবস্থায় এসেছিল। গত ২৬ জানুয়ারি মারা গিয়েছে। ভেন্টিলেশন সাপোর্ট দিয়েও আমরা কিছু করতে পারেনি।’ বিসি রায় হাসপাতালে আরও দু’জন রোগী এই সিনড্রোমে আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন বলে জানা গিয়েছে।
অন্যদিকে হুগলির ধনিয়াখালিতেও জিবি সিনড্রোমে আক্রান্ত সন্দেহে এক রোগীকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছিল। বুধবার দুপুরে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে আসলে ওই রোগীকে মৃত বলে ঘোষণা করা হয়। সতীনাথ লোহার নামে ৪৮ বছর বয়সী ওই জিবিএস-এ আক্রান্ত হয়ে হতে পারেন বলে আশঙ্কা করছেন স্থানীয় এক চিকিৎসক। যদিও হুগলির সিএমওএইচ মৃগাঙ্ক মৌলিক বলেন, ‘প্রাথমিক চিকিৎসার করে জেবিএসের সন্দেহ করছেন একজন চিকিৎসক। তবে এটা সঠিক প্রসেস নয়। ভর্তি করে সম্পূর্ণ টেস্ট ও চিকিৎসা না করে বলা খুব কঠিন। তবে এটা সাধারণ একটি ভাইরাস। সঠিক চিকিৎসা করালে এর নিরাময় সম্ভব। তবে কিছু ক্ষেত্রে শ্বাসকষ্টের সমস্যা তৈরি হয়।’
বিরল স্নায়ুরোগ গিল্যাঁ বারে এর আগে আমডাঙার এক দ্বাদশ শ্রেণির পড়ুয়া অরিত্র মণ্ডলের (১৭) মৃত্যুর খবর পাওয়া যায়। বারাসতের প্যারীচরণ সরকার রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল ওই পড়ুয়া। গত ২৩ জানুয়ারি প্রথম অসুস্থতা বোধ করে অরিত্র। ২৪ জানুয়ারি দুপুরে অরিত্রকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়েছিল। সোমবার সকালে তার মৃত্যু হয়।