এই সময়, হাওড়া: পুকুর ভরাট করে প্রোমোটিং করার অভিযোগ দীর্ঘদিন ধরে রয়েছে হাওড়া পুরসভার বিভিন্ন ওয়ার্ডে। সম্প্রতি পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের মাধব ঘোষ লেনেও একটি পুকুর ভরাটের অভিযোগ আসে হাওড়া পুরসভায়। শুধু তাই নয়, পুকুরকে বাস্তু জমি করার জাল নথি তৈরি করার অভিযোগও উঠছে। এই ঘটনার খবর জানতে পেরে তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছে হাওড়া পুরসভা। পুকুরের বেশিরভাগ অংশ বুজিয়ে দেওয়া হয়েছিল।
সেই পুকুরকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার কাজ শুরু করে দিল হাওড়া পুরসভা। সোমবার সকাল থেকেই নতুন করে পুরসভার কর্মীরা শুরু করেন পুকুরের বুজে যাওয়া অংশের খননের কাজ। এই কাজ দেখতে ঘটনাস্থলে আসেন হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী–সহ অন্যান্য আধিকারিকরা।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, এই এলাকায় একটি প্রায় সাড়ে এগারো কাঠার একটি পুকুর ছিল। এলাকার জলনিকাশি ও ব্যবহারের জন্য বাদামপুকুর নামে এই জলাশয়ের গুরুত্ব অপরিসীম। কিন্তু একটি অসাধু চক্র সেই পুকুরের অর্ধেকেরও বেশি অংশ বুজিয়ে ফেলে। এই ঘটনার প্রতিবাদে সামিল হয়েছিল স্থানীয় একটি ক্লাব ও এলাকার মানুষজন। পুরসভায় অভিযোগ জানানো হয় এই ঘটনা নিয়ে। পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার উদ্যোগও নেওয়া হয়। প্রথম দিকে এই কাজ করতে গিয়ে পুরকর্মীদের বাধার মুখে পড়তে হয়েছিল। এরপর সোমবার থেকে জোরকদমে পুকুরকে আগের অবস্থায় ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে।
প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, ‘পুরসভার রেকর্ডে এটিকে পুকুর বলে উল্লেখ করা হয়েছে, অথচ জাল নথি বের করে তাকে বাস্তু জমি বলে চিহ্নিত করে পুকুর ভরাটের কাজ চলছিল। এটা বড় ধরনের অপরাধ। প্রয়োজনে এফআইআর করা হবে। পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে।’