• কুলগাছিয়ায় বিগড়াল লোকাল, একই লাইনে দাঁড়িয়ে গেল এক্সপ্রেস ট্রেন...
    আজকাল | ২৯ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচলে বিপত্তি। বুধবার হাওড়ার কুলগাছিয়া স্টেশনে একই লাইনে চলে এল পরপর দুটি ট্রেন। চাঞ্চল্যকর কান্ড দেখে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। অনেক যাত্রী ট্রেন থেকে নেমেও পড়েন। রেল সূত্রে জানা গিয়েছে, লোকাল ট্রেনের ব্রেকে সমস্যা তৈরি হওয়ায় ট্রেন এগোতে পারছিল না। দূরে সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে যায় অন্য ট্রেনটি। 

    রেলযাত্রীরা জানাচ্ছেন, সকাল পৌনে দশটা নাগাদ সাঁতরাগাছিগামী একটি লোকাল ট্রেন ডাউন লাইনের বদলে মেল লাইনে এসে কুলগাছিয়া স্টেশনে দাঁড়িয়ে যায়। এরপর ছেড়েও থমকে যায় ট্রেনটি। কেন এমনটা হল কিছু বুঝে ওঠার আগেই কিছুক্ষণ পর দেখা যায় পিছন দিক থেকে ডাউন এক্সপ্রেস ট্রেন আসছে। শুরু হয় চিৎকার চেঁচামেচি। কিছু যাত্রী লোকাল ট্রেন থেকে নেমেও পড়েন। কুলগাছিয়া ক্রসিংয়ে যাত্রীরা নেমে ক্ষোভও দেখান।

    যাত্রীদের একাংশ এক্সপ্রেস ট্রেনের চালককে ধন্যবাদ জানিয়েছেন। চালক দূর থেকে দেখে তৎপরতার সঙ্গে এক্সপ্রেস ট্রেনটিকে থামিয়ে দেন যার জন্য বড় দুর্ঘটনা এড়ান সম্ভব হয়েছে। এই ঘটনার জেরে মেল লাইনে কিছুক্ষণ বিঘ্নিত হয় পরিষেবা। রেল সূত্রে জানা গিয়েছে, লোকাল ট্রেনের ব্রেকের রাবারে সমস্যার কারণে এই ঘটনা। আধঘন্টার মধ্যে যা ঠিক হয়ে যায়। ট্রেনগুলি গন্তব্যে রওনা দিয়েছে।
  • Link to this news (আজকাল)