• টুকলি রুখতে কড়া উ: মাধ্যমিক শিক্ষা সংসদ, ধরা পড়লে বাতিল পরীক্ষা
    দৈনিক স্টেটসম্যান | ২৯ জানুয়ারি ২০২৫
  • মোবাইল নিয়ে অথবা টোকাটুকি করতে গিয়ে ধরা পড়‍লে ওই পরীক্ষার্থীর সেই বছরের পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। একটি নির্দেশিকা জারি করে এই সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্বচ্ছভাবে পরিচালনার জন্য আরও কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, পরীক্ষাকেন্দ্রের প্রত্যেক ঘরে দুই জন করে পর্যবেক্ষককে রাখতেই হবে। প্রতি ২৫ জন পরীক্ষার্থীর জন্য থাকবেন একজন করে পর্যবেক্ষক। কোনও ঘরে পরীক্ষার্থীর সংখ্যা ৫০–এর বেশি হলে সেখানে তিন জন পর্যবেক্ষককে রাখতে হবে।

    ৩ মার্চ থেকে শুরু হচ্ছে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ১৮ মার্চ। সকাল ১০টা থেকে শুরু হবে পরীক্ষা। তার অনেক আগেই অর্থাৎ সকাল ৭টা ৪৫ মিনিটের মধ্যে স্কুলের প্রধান শিক্ষক বা ভেনু সুপারভাইজারদের নিজেদের স্কুলে পৌঁছে যেতে হবে। পরীক্ষার দিন তাঁর উপরেই থাকবে পরীক্ষাকেন্দ্রের দায়িত্ব। ৮টা ৪৫ মিনিটের মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে হবে পর্যবেক্ষকদের। আগে থেকে তাঁদের দায়িত্ব বুঝয়ে দিতে হবে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, এ বছর থেকে ছোটো ছোটো প্যাকেটে স্কুলগুলিতে প্রশ্নপত্র পাঠাবে সংসদ। সেই প্যাকেটগুলি প্রধান শিক্ষকের ঘরে খোলা যাবে না।

    পরীক্ষার হলে গিয়ে পরীক্ষার্থীদের সামনে খুলতে হবে। ক্যালকুলেটর ছাড়া মোবাইল বা কোনও বৈদ্যুতিন যন্ত্র নিয়ে পরীক্ষার্থীরা হলে প্রবেশ করতে পারবেন না। কেউ মোবাইল নিয়ে বা টোকাটুকি করতে গিয়ে ধরা পড়লে তাঁর সেই বছরের পরীক্ষা বাতিল করা হবে। পাশাপাশি, প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছনোর আগেই পুলিশকর্মীদের সেখানে পৌঁছে যেতে হবে। পরীক্ষাকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কোনও অবাঞ্ছিত ব্যক্তি প্রবেশ করতে পারবেন না। কাছাকাছি কোনও ফোটোকপির দোকানও খোলা রাখা যাবে না। পরীক্ষাকেন্দ্রের আশপাশে বাজানো যাবে না মাইক।

    উল্লেখ্য, সিবিএস‌ই আগেই নির্দেশিকা দিয়ে জানিয়েছিল, কোনও পরীক্ষার্থী মোবাইল নিয়ে ধরা পড়লে তিনি ওই বছর এবং পরের বছর পরীক্ষা দিতে পারবেন না। সিবিএসই–র পাশাপাশি এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও টুকলি রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করল। যদিও এ বিষয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক জানিয়েছেন, গত কয়েক বছর ধরে উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ হচ্ছে না। সংসদের নির্দেশিকা অনুযায়ী পর্যবেক্ষক নিয়োগ করতে হলে অন্য স্কুল থেকে শিক্ষক আনতে হবে। তাই উচ্চ মাধ্যমিক স্তরে আরও শিক্ষক নিয়োগ হওয়া উচিত।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)