• সফল অস্ত্রোপচারে দৃষ্টিশক্তি ফেরাচ্ছে অভিষেকের ‘সেবাশ্রয়’
    দৈনিক স্টেটসম্যান | ২৯ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি— চক্ষু থেকে দন্ত চিকিৎসায় সাফল্য, স্বাস্থ্যক্ষেত্রে মাইলফলক গড়ছে ‘সেবাশ্রয়’। এবার ছানির অস্ত্রোপচার হচ্ছে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের সেবাশ্রয়ে। একই ছাতার তলায় মিলছে জটিল রোগের উন্নত চিকিৎসা পরিষেবা এবং সম্পন্ন হচ্ছে জটিল অস্ত্রোপচারও। ইতিমধ্যেই রবিবার ১২ জন, সোমবার ৮ জন এবং মঙ্গলবার ৩ জন রোগীর বিনামূল্যে ছানির অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে সফল ভাবে। ডায়মন্ড হারবারের এসডিও ময়দানে অনুষ্ঠিত মডেল ক্যাম্প থেকে রেফার করা চক্ষু রোগীদের চিকিৎসা হচ্ছে ‘রেনুকা আই ইনস্টিটিউট’-এ।

    এই তথ্য সমাজমাধ্যমে প্রকাশ করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় লিখেছেন, ‘ছানি হলো অন্ধত্বের প্রধান কারণ। এই ব্যক্তিদের জন্য দৃষ্টিশক্তি ফিরে পাওয়া শুধুমাত্র একটি শারীরিক পরিবর্তন নয় বরং একটি জীবন পরিবর্তনকারী প্রচেষ্টাও। এটি শুধুমাত্র রোগীদের চিকিৎসার বিষয় নয় বরং এটি সেই আর্থিক ও প্রাতিষ্ঠানিক বাধাগুলিকে ভেঙে দেওয়ার প্রচেষ্টা, যা স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের নাগালের বাইরে রাখে।’

    সাংসদ জানিয়েছেন, সেবাশ্রয়ে ছানির অস্ত্রোপচার সম্পন্ন করছে বারাসতের প্ৰখ্যাত ‘রেনুকা আই ইনস্টিটিউট’ নামক এক সংস্থা। অভিষেকের এই মহৎ কর্মযজ্ঞে সঙ্গী হয়েছেন রেনুকা আই ইনস্টিটিউটের কর্ণধার ডাঃ অসিত চক্রবর্তী। এই সংস্থার ভূয়সী প্রশংসা করে অভিষেক লিখেছেন, ‘রেনুকা আই ইনস্টিটিউট এই অস্ত্রোপচার গুলি সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করছে। তাদের তৎপরতা প্রমাণ করে যে, জীবন পরিবর্তনকারী ক্ষমতার মাধ্যমে প্রকৃত জনসেবা পরিমাপ করা সম্ভব, কেবল শিরোনামের মাধ্যমে নয়।’

    সেবাশ্রয়ে ছানির অস্ত্রোপচার কেন গুরুত্বপূর্ণ? সেই ব্যাখ্যাও সাংসদ দিয়েছেন। তথ্য-পরিসংখ্যান সামনে এনে অভিষেক লিখেছেন, ‘এই উদ্যোগের তাৎপর্য আরও বেড়ে যায় যখন আমরা পরিসংখ্যান দেখি। ভারতে প্রায় ৭.৮ মিলিয়ন অন্ধ মানুষ রয়েছেন, যা বিশ্বব্যাপী ৩৯ মিলিয়ন অন্ধ জনসংখ্যার ২০%। এর মধ্যে ৬২% মানুষ কেবল ছানির কারণেই অন্ধ। তাই এই বিপুল সংখ্যক মানুষের দৃষ্টিশক্তি ফেরাতে ছানির সঙ্গে লড়াই করতে হবে।’ এখানেই শেষ নয়, বিষ্ণুপুর বিধানসভা জুড়ে চলা ৪৭টি সেবাশ্রয় শিবিরে প্রতিদিন গড় উপস্থিত ৮ হাজারের অধিক রোগীর। বিষ্ণুপুরে সেবাশ্রয় শিবির চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। উল্লেখ্য, সেবাশ্রয় সূচনার সাতাশ দিনের মধ্যেই এই প্রকল্পে রেজিস্ট্রেশন করেছেন প্রায় ৫ লক্ষ মানুষ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)