• আতঙ্কিত হওয়ার কিছু নেই, গুলেন বারি সিনড্রোম নিয়ে স্বাস্থ্যদপ্তর
    দৈনিক স্টেটসম্যান | ২৯ জানুয়ারি ২০২৫
  • গুলেন বারি সিনড্রোম নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। মঙ্গলবার স্বাস্থ্যদপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। তাঁর আরও দাবি, এটি কোনও নতুন রোগ নয়। এই রোগে এ রাজ্যে আর নতুন করে কারও আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

    শীতের মরশুমে দেশজুড়ে গুলেন বারি সিনড্রোম নতুন করে চিন্তা বাড়িয়েছে। এটি একটি বিরল স্নায়ুরোগ। মহারাষ্ট্রে প্রথম এই রোগটির হদিশ পাওয়া যায়। পুণেতে এই রোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু পর্যন্ত হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, গুলেন বারি সিনড্রোমে আক্রান্তদের সময়মতো চিকিৎসা না হলে পক্ষাঘাতগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। পাশাপাশি পশ্চিমবঙ্গেও দুই শিশু এই রোগে আক্রান্ত হয়েছেন। যার ফলে এই রোগ নিয়ে চিন্তায় রাজ্যবাসী।

    এই আবহে মঙ্গলবার স্বাস্থ্যদপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন, অ্যাকিউট ফ্লাসিড প্যারালাইসিস বা এএফপি-র কারণে এই রোগ হয়। সাধারণত ১৫ বছরের কম বয়সিদের মধ্যে এই রোগের প্রবণতা বেশি দেখা যায়। যদিও রাজ্য সরকারের পোলিও টিম সারাক্ষণ বিষয়টির উপরে নজর রাখছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট উল্লেখ করে স্বাস্থ্যসচিব আরও জানান, ডিসেম্বরের শেষ থেকে আজ পর্যন্ত এ রাজ্যে এএফপি বা জিবিএসে আক্রান্তের খবর নেই।

    যদিও তার আগেই রাজ্যের দুই শিশু এই রোগে আক্রান্ত হয়ে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে চিকিৎসাধীন। এদের মধ্যে একজনের বয়স আট বছর এবং অপরজনের বয়স সাত বছর। আট বছরের শিশুটির বাড়ি বাগুইআটিতে। অপরদিকে সাত বছরের শিশুর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। দুজনের শরীরেই গুলেন বারি সিনড্রোমের একাধিক উপসর্গ মিলেছে। তবে দুই শিশুর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)