• 'গঙ্গাসাগর থেকে শিখেছি', মহাকুম্ভে মহাবিপর্যয়ে মমতা!
    ২৪ ঘন্টা | ২৯ জানুয়ারি ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় নাম না করে যোগী প্রশাসনকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহাকুম্ভে বিপর্যয়ে নাম না করে মমতা বলেন, 'গঙ্গাসাগর থেকে শিখেছি'। শোকপ্রকাশ করেন মহাকুম্ভে ঘটে যাওয়া বিপর্যয় নিয়ে। 

    গঙ্গাসাগর প্রসঙ্গ টেনে এনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, গঙ্গাসাগর মেলা থেকে আমরা শিখেছি যে বিশাল জনসমাবেশের ক্ষেত্রে কীভাবে তীর্থযাত্রীদের বিষয়গুলি পরিকল্পনা করা দরকার। ও যত্ন নেওয়া উচিত। মুখ্যমন্ত্রী লেখেন, 'মহাকুম্ভে  পদদলিত হওয়ার ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। কমপক্ষে ১৫ জন নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে বলে জানতে পারছি। শোকাহত তীর্থযাত্রী পরিবারের সঙ্গে আছি।' 

    প্রসঙ্গত, মৌনী অমাবস্যায় মহাকুম্ভে পুণ্যস্নানের আগেই ঘটে বিপর্যয়। লোকের ভিড়, হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে প্রাণ হারান কমপক্ষে ১৫ জন। আহত আরও কয়েকশো মানুষ। এহেন পরিস্থিতিতে পুণ্যস্নান বাতিল করে দেয় ১৩টি আখড়া। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে বিশাল পুলিসবাহিনী। যোগীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী মোদীও।

  • Link to this news (২৪ ঘন্টা)