• আরজি কর মামলায় সুপ্রিম কোর্টে আবেদন প্রত্যাহার নির্যাতিতার পরিবারের!
    ২৪ ঘন্টা | ২৯ জানুয়ারি ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'খুব ভালো করে ভেবে দেখুন'। সুপ্রিম কোর্টের পরামর্শে আরজি কর মামলায় আবেদন প্রত্যাহার করে নিল নির্যাতিতার পরিবার। তাদের নতুন করে আবেদন জানানোর সময় দিল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার প্রশ্ন, 'আপনারা যে আবেদন করেছেন, অনড় থাকবেন'?

    হাইকোর্টের নির্দেশে আরজি করে তরুণী চিকিত্‍সক ও খুনের মামলার তদন্ত করেছে সিবিআই। সেই তদন্তের ভিত্তিতে যখন অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে সাজা শুনিয়েছে নিম্ম আদালত, তখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ নির্যাতিতার পরিবার। কেন? সূত্রের খবর, সিবিআই তদন্তে অসন্তুষ্ট নিহত চিকিত্‍সকের বাবা-মা। 

    আজ, বুধবার মামলাটির শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে। শুনানিতে সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন, 'নির্যাতিতার পরিবারে যে আবেদন করেছে, সেই আবেদনের  শুনানি হলে মামলায় প্রভাব পড়বে। অভিযুক্ত সঞ্জয় রায় বাড়তি সুবিধা পেতে যেতে পারে'। মামলাকারীর আইনজীবীর কাছে প্রধান বিচারপতি জানতে চান, 'আপনারা যে আবেদন করেছেন, অনড় থাকবেন'? বলেন, 'ভালো করে ভেবে দেখুন'।

    নির্যাতিতার পরিবারের পক্ষের আইনজীবী বলেন, 'আমরা মুখবন্ধ খামে আমাদের বক্তব্য জানিয়েছি। কিন্তু কিছু বিষয়টি আমরা আলোচনা চাই'। এরপরই নতুন করে আবেদন করার পরামর্শ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। জানান, নির্যাতিতার পরিবার নতুন করে আবেদন করলে, শুনানি হবে।

    এদিকে আরজি কর মামলায় উল্টো সুর ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, 'একমাত্র প্রতিষ্ঠিত সন্তানকে হারানোর যন্ত্রণা সবাই বুঝবে না। পাশে না থাকলেও, তাঁরা যাই বলুন বা করুন তাঁদের সমালোচনা থেকে বিরত থাকুন। ওদেরও বলব রাজনৈতিক মন্তব্য নয়।আমি ডে ১ থেকে বলে আসছি, সঞ্জয়ই একমাত্র অপরাধী'।

    দু'মাস ধরে আরজি কর মামলা শুনানি চলেছে শিয়ালদহ কোর্টে। শেষে ১৮ জানুয়ারি সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে আদালত। ২ দিন পর আমৃত্যু কারাবাসে সাজা ঘোষণা করেন বিচারক। সেই রায়কে চ্যালেঞ্জ করে আরজি কর মামলায় অভিযুক্তের ফাঁসির দাবিতে  হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্য সরকার এবং সিবিআই। কিন্তু দোষীর সর্বোচ্চ শাস্তিতে আপত্তি তুলেছে খোদ নির্যাতিতার পরিবারই। হাইকোর্টে তারা জানিয়েছে, 'আমরা ক্যাপিটাল পানিশমেন্ট চাইছি না'। এরপর থেকে নির্যাতিতার পরিবারকে লাগাতার নিশানা করছেন কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্য়ায়ের মতো তৃণমূলের নেতা-মন্ত্রীরা।

     

  • Link to this news (২৪ ঘন্টা)