• চিকিৎসায় ৩ সদস্যের মেডিকেল টিম, বেসরকারি হাসপাতালে গিয়েও পার্থর শ্বাসকষ্ট-হাই ব্লাডপ্রেশার!
    ২৪ ঘন্টা | ২৯ জানুয়ারি ২০২৫
  • অয়ন শর্মা: এসএসকেএম মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসা পছন্দ নয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। তাই তিনি ইডির বিশেষ আদালতে আবেদন জানিয়েছিলেন বেসরকারি হাসপাতালে থেকে চিকিৎসা করতে চান বলে। যে কারণে আদালতের নির্দেশ মতো গতকাল রাতেই তাঁকে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে আইটিইউ-এর ৬ নম্বর বেডে ভর্তি রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শ্বাসকষ্ট রয়েছে তাঁর। ব্লাড প্রেশারও হাই রয়েছে। ইতিমধ্যেই বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসায় ৩ সদস্যের একটি মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। যে মেডিকেল টিমে রয়েছেন, মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক সোরেন পাঁজা, হৃদরোগ বিশেষজ্ঞ অনুপ খৈতান ও নেফ্রোলজিস্ট ডাক্তার প্রতীক দাস। 

    নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২২ জুলাই প্রথমে তাঁকে গ্রেফতার করেছিল ইডি, পরে সিবিআই। সেই থেকেএখনও জেলবন্দি পার্থ চট্টোপাধ্য়ায়। জামিন পাননি। এরমধ্যে ২০ জানুয়ারি জেলে অসুস্থ হয়ে পড়েন পার্থ। তারপরই প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ভর্তি করা হয় SSKM হাসপাতালে। কিন্তু বেশ কয়েকদিন চিকিত্‍সা চলার পর, সোমবার নিম্ন আদালতে পিটিশন জমা দেন পার্থ। পিটিশনে দাবি করেন, SSKM-এ চিকিত্‍সা করিয়ে সুস্থ হতে পারছেন না তিনি। বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার অনুমতি দেওয়া হোক। 

    আবেদনের প্রেক্ষিতে পার্থ চট্টোপাধ্য়ায়ের শারীরিক অবস্থা সম্পর্কে SSKM কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করে আদালত। সেই রিপোর্টে উল্লেখ করা হয়, পার্থর শারীরিক অবস্থায় উন্নতি হয়েছে। তবে সংক্রমণ-সহ বেশ কিছু সমস্যা রয়েছে। তাঁর। এরপরই বিচারক নির্দেশ দেন, বেসরকারি হাসপাতালে ভর্তি হতে পারবেন পার্থ। তবে চিকিত্‍সার খরচ দিতে হবে তাঁকেই।

  • Link to this news (২৪ ঘন্টা)