• মদের ঘোরে প্রতিবেশীর ঘরে ঢুকে ধর্ষণ, কীর্ণাহারে ফাঁসির দাবি পরিবারের
    প্রতিদিন | ২৯ জানুয়ারি ২০২৫
  • দেব গোস্বামী, বোলপুর: মাঝরাতে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ। অভিযুক্ত প্রতিবেশী যুবক। তাকে গ্রেপ্তার করেছে বীরভূম পুলিশ। আজ, বুধবার আদালতে তোলা হবে তাকে। সোমবার রাতে যৌন হেনস্তার ঘটনাটি ঘটেছে বীরভূমের কীর্ণাহার থানার ঠিবা পঞ্চায়েতের এলাকায়। অভিযুক্তর ফাঁসির দাবিতে সরব প্রতিবেশী ও পরিজনরা।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে ওই মহিলা ঘরের মধ্যেই ঘুমিয়ে ছিলেম। স্বামী ঘরে ছিলেন না। অভিযোগ, রাতে প্রতিবেশী যুবক সুবীর বাউরি মদ্যপ অবস্থায় দরজায় ভেঙে ঘরে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে চিৎকার করতে শুরু করেন মহিলা। সুবীর কেন ঘরে ঢুকেছে, জিজ্ঞাসা করতে থাকেন। সুবীর উত্তর না দিয়ে জোর জবরদস্তি শুরু করে। প্রতিবেশীদের ডাকার ভয় দেখাতেই মুখে চাদর গুজে দেয় অভিযুক্ত। তারপর ধর্ষণ করা হয় বলে দাবি।

    ওই বধূ মঙ্গলবার কীর্ণাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে আজ অভিযুক্ত সুবীর বাউড়িকে বোলপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। পুলিশের তরফে ৫ দিনের পুলিশ হেফাজতে চাইবে। এদিকে পরিবারের তরফে অভিযুক্তর ফাঁসির দাবি জানানো হয়েছে। 
  • Link to this news (প্রতিদিন)