বাবুল হক, মালদহ: মঙ্গলবার সন্ধ্যায় মালদহের মদের ঠেকে গুলি চলার ঘটনায় গ্রেপ্তার ১। আটক ২। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার মূলে পৌঁছতে চাইছে পুলিশ। অন্যদিকে, শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় নিরঞ্জন দাসকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম নিমাই ঘোষ। তিনি প্রায়শই নিরঞ্জনের ঠেকে যেতেন। মঙ্গলবার ধারে মদ চাওয়ায়, নিরঞ্জন তা দিতে রাজি না হওয়ায় বচসা বাঁধে। সেই থেকেই চলে গুলি। সেই অভিযোগেই নিমাইকে গ্রেপ্তার করা হয়েছে। সঙ্গে আরও দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
মঙ্গলবার গুলিবিদ্ধ হন ঠেকের মালিক নিরঞ্জন ও প্রদীপ কর্মকার নামের এক যুবক। তাঁদের মালদহের মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় প্রদীপের। নিরঞ্জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলেই খবর।
এদিকে মালদহে বারবার গুলি চলার ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। দুষ্কৃতীরা বন্দুক পাচ্ছে কোথা থেকে উঠছে সেই প্রশ্নও। এছাড়াও নিরঞ্জন যে মদের ঠেক চালাতেন তা বেআইনি বলে জানা যাচ্ছে। পুলিশের নাকে ডগায় মদের ঠেক গজিয়ে উঠল তা পুলিশ-প্রশাসন জানতে পারল না? তাই নিয়েও প্রশ্ন তুলছেন নাগরিকদের একাংশ।