• জমি দখল ঘিরে উত্তপ্ত নাকাশিপাড়া, গুলি-বোমার লড়াইয়ে মৃত্যু
    প্রতিদিন | ২৯ জানুয়ারি ২০২৫
  • রমণী বিশ্বাস, তেহট্ট: জমির দখল ঘিরে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল। বুধবার সকালে সেই জমি বিবাদ আরও চরমে ওঠে। তার জেরেই চলল বোমা-গুলির লড়াই। ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম আলাহামদু শেখ(৫২)। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়ায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাপড়ার মহেশনগরের শিবপুরের একটি জমিকে ঘিরে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল এই আলহামদু শেখ ও হুমি মল্লিকের পরিবারের মধ্যে। আজ বুধবার সকালে আলহামদু শেখ ও তাঁর পরিবারের লোকজন ওই জমিতে চাষ করছিলেন। সেসময় হুমি মল্লিক ও তাঁর দলবল ওই জমি দখল করে চাষ শুরু করেন বলে অভিযোগ। এই ঘটনা নিয়ে শুরু হয় তুমুল ঝামেলা।

    হাতাহাতির মধ্যে বোমা, বন্দুক বেরিয়ে পড়ে। দুপক্ষই একে অপরের উপর হামলা চালায় বলে অভিযোগ। একাধিক বোমা, গুলি ছোড়া হয়। ধারালো অস্ত্র দিয়েও আঘাত করা হয়। ওই ঘটনায় তিনজন গুরুতর জখম হন। ঘটনার খবর পেয়ে দ্রুত অকুস্থলে পৌঁছে যায় চাপড়া থানার পুলিশ। জখম ওই তিনজনকে উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই আলাহামদু শেখকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকিদের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

    এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়। ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে বলে খবর। কিন্তু সাধারণ মানুষের হাতে বোমা, বন্দুক এল কীভাবে? সেই প্রশ্ন মাথাচাড়া দিয়েছে। বাসিন্দারা ঘটনার পর থেকেই মুখে কুলুপ এঁটেছেন। পুলিশ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে। গ্রামের ভিতর অস্ত্র খোঁজার কাজও চলছে। ঘটনার পর থেকেই দুই পরিবারের অভিযুক্তরা পলাতক। তাঁদের খোঁজেও জোরদার তল্লাশি চলছে।
  • Link to this news (প্রতিদিন)