নাতনির সামনেই মহিলাকে থেঁতলে খুন! কারণ নিয়ে ঘনীভূত রহস্য
প্রতিদিন | ২৯ জানুয়ারি ২০২৫
বাবুল হক, মালদহ: নাতনির সামনেই মহিলাকে থেঁতলে খুন! ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল মালদহের চাঁচোলে। খবর পেয়েই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কিন্তু কেন এই খুন? নেপথ্যে কে বা কারা? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মালদহের চাঁচোলের রানিকামাতের বাসিন্দা ওই মহিলা। নাম রবিনা বেওয়া। বয়স ৫০ বছর। দুই ছেলে কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন। এক মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। সাতবছরের নাতনিকে নিয়ে থাকতেন মহিলা। মঙ্গলবার রাতে ঘটে নারকীয় ঘটনাকে। বাড়িতে ঢুকে রড দিয়ে থেঁতলে মহিলাকে খুন করে দুষ্কৃতীরা। বুধবার সকালে প্রকাশ্যে আসে গোটা ঘটনা। ঘর থেকে উদ্ধার হয় রবিনার রক্তাক্ত দেহ। পাশেই পড়ে ছিল রডটি। পাশে বসেছিল খুদে। প্রতিবেশীরা বিষয়টা জানামাত্রই খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে মহিলার দেহ উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য।
কিন্তু কেন খুন? মহিলার সঙ্গে কারও অশান্তি ছিল? থাকলে তার কারণ কী? সম্পত্তি নাকি অন্যকিছু নিয়ে কোনও বিবাদ, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশের তরফে জানানো হয়েছে, দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার পিছনে কে বা কারা তা খতিয়ে দেখছে পুলিশ।