মালদহের পর মুর্শিদাবাদ! ফের তৃণমূল নেতার রহস্যমৃত্যু, তীব্র চাঞ্চল্য এলাকায়
প্রতিদিন | ২৯ জানুয়ারি ২০২৫
কল্যাণ চন্দ্র, বহরমপুর: মালদহের পর মুর্শিদাবাদের বহরমপুর। ফের তৃণমূল নেতার রহস্যমৃত্যু! বুধবার সকালে বহরমপুরের রাস্তার ধারে উদ্ধার পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতির দেহ। কী করে তাঁর মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তৃণমূল নেতার নাম সুকুমার অধিকারী। তিনি বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। টানা দুবার বহরমপুর হোলসেল কনজিউমার কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব সামলেছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন সুকুমার। মঙ্গলবার তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। রাতে বাড়ি ফেরেননি। বুধবার সকালে রানীবাগান সংলগ্ন রাস্তার উদ্ধার হল দেহ।
পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করে থাকতে পারেন সুকুমার। অ্যাসিড খেয়ে আত্মহত্যা বলে অনুমান করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক রিপোর্ট আসলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
এলাকায় ভালো মনের মানুষ ও দক্ষ নেতা বলে পরিচিত ছিলেন সুকুমার। এহেন নেতার কোনও শত্রু ছিল? নাকি পারিবারিক বিবাদে মানসিক অবসাদ থেকেই আত্মহত্যা? সবটায় খতিয়ে দেখছে পুলিশ। এদিকে তৃণমূল নেতার দেহ রাস্তায় পড়ে থাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।