• মহাকুম্ভের দুর্ঘটনায় আটকে বাংলার ক’জন? প্রয়াগরাজে প্রতিনিধি দল পাঠাচ্ছে উদ্বিগ্ন বাংলা
    প্রতিদিন | ২৯ জানুয়ারি ২০২৫
  • গৌতম ব্রহ্ম: মৌনী অমাবস্যার ‘পুণ্যস্নানে’ পদপিষ্টের ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ, বাংলার অনেক বাসিন্দাও সেখানে রয়েছে। সে সংক্রান্ত তথ্যের খোঁজে দিল্লি রেসিডেন্ট কমিশনের মাধ্যমে নবান্নের তরফে উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে সূত্রের খবর, সে তথ্য যোগীরাজ্যের প্রশাসনের তরফে এখনও নবান্নের কাছে পৌঁছয়নি। তাই পরিস্থিতি খতিয়ে দেখতে এবার বাংলার প্রতিনিধি দল যাচ্ছে প্রয়াগরাজে।

    ১৪৪ বছর পর বিরল ত্রিবেণী যোগ পড়েছে মহাকুম্ভে। বুধবার রাতে মৌনী অমাবস্যা উপলক্ষে ছিল দ্বিতীয় ‘শাহি স্নান’। সূত্রের খবর, রাত ২টো নাগাদ সঙ্গমে স্নানের উদ্দেশে জড়ো হয়েছিলেন অসংখ্য পুণ্যার্থী। ১০ হাজারের বেশি মানুষ একসঙ্গে স্নান করতে ভিড় জমান। তখনই ১১ থেকে ১৭ নম্বর খুঁটির মাঝে ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যায়। এর জেরেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। পদপিষ্টের ঘটনায় অনেকের মৃত্যুর আশঙ্কা থাকলেও উত্তরপ্রদেশ প্রশাসনের তরফে মৃতের সংখ্যা জানানো হয়নি। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় মৃতদের পরিবারের উদ্দেশে শোকবার্তা দিয়েছেন। মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

    দুর্ঘটনার জেরে বাংলার অনেক বাসিন্দা আটকে পড়েছেন বলেই খবর। এই ব্যাপারে উদ্বিগ্ন রাজ্য প্রশাসন। কারা আটকে পড়েছেন, সে সংক্রান্ত তথ্য জানতে দিল্লির রেসিডেন্ট কমিশন অফিস মারফত উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়। সূত্রের খবর, যোগী সরকার এখনও এই ব্যাপারে কোনও তথ্য দেয়নি। এমনকি কয়েকঘণ্টা কেটে গেলেও হতাহতদের তালিকা জানানো হয়নি বলেই দাবি। সে কারণে দিল্লির রেসিডেন্ট কমিশনের অফিস থেকে প্রয়াগরাজে একটি প্রতিনিধি দল পাঠানো হচ্ছে বলে খবর।
  • Link to this news (প্রতিদিন)