• আবার পিছিয়ে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কাজ, গরহাজির আদালতে
    হিন্দুস্তান টাইমস | ২৯ জানুয়ারি ২০২৫
  • আবার পিছিয়ে গেল ‘‌কালীঘাটের কাকু’‌ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রক্রিয়া। তারিখের পর তারিখ আদালত দিলেও হচ্ছে না কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কাজ। বারবার চেষ্টা করলেও কিছুতেই তা সংগ্রহ করতে পারছেন না সিবিআই কর্তারা। যার ফলে মামলার গতি মন্থর হচ্ছে। তারিখের পর তারিখ। কিন্তু কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা যাচ্ছে না। তাই বারবার পিছিয়ে যাচ্ছে ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ। এবারও পিছিয়ে গেল। এই নিয়ে একাধিকবার পিছিয়ে গেল ‘‌কালীঘাটের কাকু’‌র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ।

    নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত ‘‌কালীঘাটের কাকু’‌ এখনও অসুস্থ। মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করার কথা ছিল। কিন্তু প্রেসিডেন্সি জেল থেকে আদালতে পাঠানো মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী, শারীরিক অসুস্থতার জেরে জেল হাসপাতালে চিকিৎসা চলছে সুজয়কৃষ্ণ ভদ্রের। তাই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুণা সংগ্রহের কাজ আবার পিছিয়ে গেল। নিয়োগ দুর্নীতি মামলায় টাকা লেনদেনের সঙ্গে জড়িত এই ‘‌কালীঘাটের কাকু’‌ বলে সিবিআইয়ের অভিযোগ। এই টাকার লেনদেনের সময় তাঁর কণ্ঠস্বর শোনা গিয়েছে। এমন অডিয়ো স্যাম্পেল হাতে পেয়েছে সিবিআই। সেই অডিয়ো স্যাম্পেলের সঙ্গে ‘‌কালীঘাটের কাকুর’‌ কণ্ঠস্বর মিলিয়ে দেখতে চায় সিবিআই। তাহলেই দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে।


    কিছুদিন আগে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন কালীঘাটের কাকু। গত ২০ জানুয়ারি সেখান থেকে ছুটি পেয়েছেন। এখন জেলে আছেন। তারপরে তাকে আবার ভর্তি করা হয় জেল হাসপাতালে। পর পর দু’‌বার তারিখ দিয়েও কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা যায়নি। এবার চতুর্থবার নেওয়া গেল না কণ্ঠস্বরের নমুনা। আজ ২৯ জানুয়ারি ‘‌কালীঘাটের কাকু’‌ কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার কথা ছিল। আর সুজয়কৃষ্ণ ভদ্রকে সশরীরে আদালতে হাজির করার কথা ছিল। কিন্তু কোনওটিই হল না। সুজয়কৃষ্ণ ভদ্র ইডির মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। কিন্তু সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন। এখন চাপে আছেন।

    সিবিআইয়ের অভিযোগ, নিয়োগ দুর্নীতি মামলায় টাকা লেনদেনের সঙ্গে সুজয়কৃষ্ণ যুক্ত ছিল। টাকা লেনদেনের সময় তাঁর কণ্ঠস্বরও মিলেছে। সেই অডিয়ো ক্লিপ হাতে আসে সিবিআইয়ের। সেই অডিয়ো স্যাম্পেলের সঙ্গে ‘কালীঘাটের কাকুর কণ্ঠস্বর মিলিয়ে দেখা হবে। ‘‌কালীঘাটের কাকু’‌র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে সিবিআইকে অনুমতি দিয়েছে বিশেষ আদালত। এমনকী বারবার দিনও ধার্য হয়েছিল। কিন্তু তার আগেই অসুস্থ হয়ে পড়েন ‘কালীঘাটের কাকু’। এমনকী বেসরকারি হাসপাতাল থেকে জেলে ফেরত এলেও তিনি এখনও অসুস্থ। তাই আজও তাঁর কণ্ঠস্বরের নমুণা সংগ্রহ করতে পারেনি সিবিআই। এখন দেখার সিবিআই কবে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুণা সংগ্রহ করতে পারে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)