সৃষ্টিশীলতার দিক থেকে প্রতিবারই কিছুটা এগিয়ে থাকে টালা প্রত্যয়। আর এবার অর্থাৎ ২০২৫ টালা প্রত্যয়ের জন্য একটু অন্যরকম। কারণ এই বছরই ১০০ বছর উদযাপন করবে এখানকার দুর্গাপুজো। আর এবার সরস্বতী পুজো থেকেই সেই উদযাপন কার্যত শুরু হয়ে যাচ্ছে।
এবারও সরস্বতী পুজোয় থাকছে মিউজিক ইন অ্যা পার্ক। এই অনুষ্ঠানের এবার তৃতীয় বছর। এবার টালা প্রত্যয় দুর্গাপুজো কমিটির উদ্যোগে ৩১শে জানুয়ারি থেকেই বসছে ধ্রুপদী সংগীতের আসর। ঠিক যেমন নিউ ইয়র্কের হাইড পার্কে হয় মিউজিক ইন দ্য পার্ক অনেকটাই তেমনই হবে টালা প্রত্যয়ের পুজো প্রাঙ্গনে।
শীতের সন্ধ্যা। ফেব্রুয়ারির হালকা শীত। সামনেই দেবী সরস্বতী। ১৬ ফুট উচ্চতা বিশিষ্ট প্রতিমা। সেই দেবীর সামনেই চলবে সুর সাধনা।
এবার মিউজিক ই আ পার্ক অনুষ্ঠানে আমন্ত্রিত উস্তাদ আমজাদ আলি খান, পন্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া। অপূর্ব সুরের আসর বসবে এই টালা প্রত্যয়ের প্রাঙ্গনে। কার্যত এবারের শতবর্ষের দুর্গাপুজোকে স্মরণীয় করে রাখতে নানা উদ্যোগ। ইতিমধ্য়েই তার কিছু কিছু পরিকল্পনা হয়ে গিয়েছে। আগামী দিনে আরও কিছু হবে। তবে যেটাই হবে সেটা মনে রাখবে কলকাতা, মনে রাখবে বাংলা। সৃষ্টিশীলতা ও সুরুচির দিক থেকে একেবারে অনন্য জায়গায় এবার নিজেদের নিয়ে যেতে চাইছে টালা প্রত্যয়।
বহু প্রাচীন এই পুজো। কলকাতার বুকে যে কয়েকটি প্রাচীন পুজো রয়েছে তার মধ্য়ে অন্যতম এই টালা প্রত্যয়। হয়তো কলকাতা হারিয়ে ফেলেছে অনেক কিছু। আবার অনেক কিছু নতুন করে ফিরে এসেছে। তবে পথ চলতে চলতে টালা প্রত্যেয়েরও অনেক কিছুর বদল হয়েছে। তবে সৃজনশীলতার দিক থেকে গত কয়েক বছর ধরে টালা প্রত্যয় যে নজির হাজির করেছে এবারও তার অন্য়থা হবে না। বরং হবে একেবারে অনন্য কিছু। কারণ এবছর তো শতবর্ষ।
কারা আসছেন এবারের সুর সন্ধ্যায়?
টালা প্রত্যয়ের পুজো কমিটির সম্পাদক শান্তনু ঘোষ HT Bangla কে জানিয়েছেন, এবার আমাদের দুর্গাপুজোর শতবর্ষ। এবারও সরস্বতী পুজোয় আমরা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছি।
৩১শে জানুয়ারি পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া ও তবলায় পণ্ডিত কুমার বসুর যুগলবন্দি হবে। ১ ফেব্রুয়ারি সরোদে আমজাদ আলি ও তবলায় থাকবেন পণ্ডিত স্বপন চৌধুরী। সন্ধ্যা ৬টা থেকে অনুষ্ঠান শুরু হবে। আমন্ত্রণপত্রের ভিত্তিতে প্রবেশ করা যাবে বলে জানা গিয়েছে।