• কলকাতা মেট্রো নিয়ে এসেছে অ্যাপ, এখন থেকে সমস্ত পরিষেবার টাটকা আপডেট মিলবে
    হিন্দুস্তান টাইমস | ২৯ জানুয়ারি ২০২৫
  • কলকাতা মেট্রো রেলের অ্যাপ এসে গিয়েছে। এখন তা যাত্রীদের মোবাইলে ইনস্টল করা শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে যাঁরা নিত্যযাত্রীর মেট্রো রেলের। কিন্তু এই অ্যাপে কী সুবিধা মিলবে?‌ এই প্রশ্ন উঠতে শুরু করেছে নিত্যযাত্রীদের মনে। তবে মেট্রো সূত্রে খবর এবার থেকে যাতায়াতের পরিষেবার পাশাপাশি সমস্ত তথ্য এই অ্যাপে মিলবে। প্রজাতন্ত্র দিবসে এই অ্যাপের নতুন সুবিধার উদ্বোধন করেন কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি। আর এই খবর প্রকাশ্যে আসার পরই অনেকে অ্যাপ নিয়ে খোঁজখবর শুরু করেছেন।

    এদিকে কলকাতা মেট্রোর নিজস্ব অ্যাপ ‘মেট্রো রাইড কলকাতা’ এখনই কমবেশি পাঁচ লক্ষ যাত্রী ব্যবহার করেন বলে মেট্রো সূত্রে খবর। সেখানে এবার বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। যা যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে অনেকটা সুবিধা দেবে। মেট্রো রেলে কোনও সমস্যা চলছে কিনা, কোথাও আত্মহত্যার জন্য মেট্রো বন্ধা আছে কিনা–সহ নানা তথ্য আগাম পেয়ে যাবেন যাত্রীরা। ট্রেনের সময় থেকে শুরু করে টিকিটের দাম এসব তো আগেই ছিল। এবার যেহেতু মেট্রো সম্প্রসারণ হয়েছে এবং আগামী দিনে আরও রুটে হবে তাই এই প্রযুক্তিযুক্ত অ্যাপে বাড়তি সুবিধা যোগ করা হল।


    অন্যদিকে এই অ্যাপ বরাবরই কলকাতা মেট্রোর ব্লু, গ্রিন, পার্পল, অরেঞ্জ–সহ নানা লাইনে কখন পরিষেবা শুরু হয় আর প্রান্তিক স্টেশন থেকে দিনের অন্তিম ট্রেন কখন ছাড়ে এসব তথ্য মিলত। এখন থেকে এই ‘মেট্রো রাইড কলকাতা’ অ্যাপের মাধ্যমে পরিষেবা বিষয়ক রদবদলের তাজা খবরও মিলবে। যাকে বলে ‘‌আপডেট নিউজ’‌। এই খবর মিলবে বলে মেট্রো সূত্রে দাবি করা হয়েছে। তবে শুধু মেট্রো সংক্রান্ত তাজা খবর। দেশ, বিদেশ বা রাজ্যের খবর নয়। পরিষেবা চালু আছে কিনা, শহরের নানা মেট্রোপথে ট্রেনের সময়ের ব্যবধান, বিশেষ পরিষেবা শুরুর খবর, বিপত্তির কারণে পরিষেবা ব্যাহত কিনা—যাবতীয় আপডেট মিলবে এই অ্যাপের মাধ্যমে মিলবে বলে জানাচ্ছেন মেট্রোর কর্তারা।

    এছাড়া সম্প্রতি স্টেশনের বুকিং কাউন্টারের ভিড় এড়িয়ে আগাম টিকিট কেটে নেওয়ার জন্য অনলাইন রিচার্জে যাত্রীদের উৎসাহিত করতে প্রচার করতেন মেট্রো কর্তৃপক্ষ। ওই অ্যাপ ব্যবহার করে কিউআর কোড–নির্ভর টিকিট কাটার ব্যবস্থাও চালু করেন মেট্রো কর্তারা। নতুন ব্যবস্থায় ‘মেট্রো রাইড কলকাতা’ অ্যাপে পরিষেবা কোথায় কেমন চলছে, তারও টাটকা খবর মিলবে বলে জানিয়েছেন মেট্রো রেলের অফিসাররা। সফর শুরুর আগেই পরিকল্পনা করার সুযোগ পেয়ে যাবেন যাত্রীরা। যা এতদিন ছিল না। নতুন এই সুবিধা অ্যাপে পাওয়া শুরু হলে যাত্রীদের অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে আগ্রহ বাড়বে বলে মনে করা হচ্ছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)