ট্যাব দুর্নীতি কাণ্ডে উত্তর দিনাজপুর জেলার চোপড়াকেই ‘এপিসেন্টার’ বলে মনে করছিলেন তদন্তকারীরা। সেই চোপড়া থেকেই এ বার এই দুর্নীতির ‘মাস্টারমাইন্ড’-কে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত মাঝিয়ালি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহম্মদ মুফতাজুল ইসলাম। প্রায় তিন মাস ধরে খোঁজার পর বুধবার চোপড়া থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
বুধবার সাংবাদিক বৈঠক করে এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার জানান, বর্ধমান, মেদিনীপুর, মালদা, কলকাতা-সহ বিভিন্ন জায়গায় ট্যাব নিয়ে দুর্নীতির তদন্তে প্রায় সমস্ত জায়গাতেই নাম উঠে এসেছিল এই শিক্ষকের। উত্তর দিনাজপুরের বাসিন্দা ওই শিক্ষক। পুলিশের দাবি, তিন মাস ধরে লাগাতার তল্লাশি চালানোর সময় নেপাল সীমান্তের কাছে লুকিয়ে ছিলেন তিনি। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে চোপড়ায় তল্লাশি চালাতে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
অন্যদিকে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস বলেন, ‘সাইবার ক্রাইম থানার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে তাঁর নাম উঠে আসে মূল চক্রী হিসেবে। তিনি মাঝিয়ালি এলাকার একটি স্কুলে চাকরি করতেন। গোপন সূত্রে খবর পেয়ে ওই মাঝিয়ালি এলাকা থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, গত প্রায় ১০ বছর ধরে মাঝিয়ালি স্কুলে শিক্ষকতা করছেন তিনি। ২০২২ সালে ওই স্কুলের প্রধান শিক্ষক অবসর নিলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হন মুফতাজুল ইসলাম। নিজের স্কুল থেকে এই জালিয়াতি চক্রের কাজ শুরু করে ক্রমে অন্য জেলাতেও এই প্রতারণা চক্রের জাল বিছিয়ে ছিলেন তিনি। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।