দিনে দুপুরে দুঃসাহসিক ছিনতাই বাঁকুড়ায়। বুধবার দুপুরে এক ব্যক্তির পাঁচটি সোনার আংটি ও সোনার হার হাতিয়ে চম্পট দিল দুষ্কৃতীর দল। ঘটনার তদন্ত শুরু করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের এক বাসিন্দা সমীর দে ব্যক্তিগত কাজে বাঁকুড়ায় এসেছিলেন। তাঁর পাঁচ আঙুলে ছিল পাঁচটি সোনার আংটি ও গলায় ছিল একটি সোনার হার। বাঁকুড়ার সুভাষ রোডের বাজারে ওই ব্যক্তির সামনে আচমকা একটি বাইক এসে থামে। বাইক থেকে নেমে দুই যুবক নিজেদের পুলিশ পরিচয় দিয়ে সমীরের সঙ্গে কথা বলতে শুরু করে। এর পর তারাই সতর্ক করে বলে যে এ ভাবে সোনার জিনিস পরে বাজারে না ঘুরে বেড়াতে।
সমীর তাদের কথা শুনে সমস্ত গয়না খুলে নিজের ব্যাগে রাখেন। সেই সুযোগই নেয় দুষ্কৃতীর দল। মাদক পাচার অভিযান রোখার তল্লাশি শুরু করে ব্যাগ সমীরকে বোকা বানিয়ে ওই সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীর দল।
প্রতারিত হয়েছেন বুঝতে পেরে স্থানীয় ব্যবসায়ীদের পুরো বিষয়টি জানান সমীর। এর পরেই খবর যায় বাঁকুড়া সদর থানায়। ঘটনাস্থলে পুলিশ এসে স্থানীয় দোকানগুলির সিসিটিভি ক্যমেরার ফুটেজ পরীক্ষা করে দুষ্কৃতীদের শনাক্ত করার কাজ শুরু করেছে।
সমীর বলেন, ‘আচমকা আমার সামনে একজন এসে বলেন যে আপনাকে স্যার ডাকছেন। আমরা মাদক পাচার রোখার জন্য অভিযান চালাচ্ছি। এর মধ্যেই সব কিছু নিয়ে চম্পট দেয় তারা।’