মহাকুম্ভে নিখোঁজ বর্ধমানের বাসিন্দা আল্পনা হালদার (৫৭)। গত দু’দিন ধরে মহিলা নিখোঁজ। বুধবার পদপিষ্ট হওয়ার ঘটনার পর থেকেই শঙ্কা বেড়েছে পরিবারের। জানা গিয়েছে, ইতিমধ্যেই মা-কে খুঁজতে প্রয়াগরাজের উদ্দেশে রওনা দিয়েছেন প্রৌঢ়ার ছেলে গোপালচন্দ্র হালদার।
স্থানীয় সূত্রে খবর, পূর্ব বর্ধমানের কাটোয়ার সুদপুরের বাসিন্দা ওই মহিলা। ২৪ জানুয়ারি আত্মীয়দের সঙ্গে রওনা দেন। ২৫ তারিখ ওখানে পৌঁছন। স্টেশনে নামার পরেই তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ওঁর সঙ্গে থাকা মেয়ে বর্ণালি হালদার-সহ অন্য আত্মীয়দের। ২৫ তারিখ থেকেই খোঁজ করা হলেও আল্পনা দেবীকে এখনও পাওয়া যায়নি।
এর মধ্যে বুধবার সকালে মৌনী অমাবস্যায় মহাকুম্ভে অমৃতস্নানের আগেই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। এই খবর টিভিতে দেখার পরেই আরও চিন্তিত হয়ে পড়েন ছেলে গোপালচন্দ্র হালদার। তিনি নিজেও মায়ের খোঁজে বুধবার সকালেই প্রয়াগের উদ্দেশে রওনা দিয়েছেন। গোপাল জানান, সঙ্গে মায়ের ছবি নিয়ে যাচ্ছেন তিনি। আল্পনা হালদারের সঙ্গে কোনও গরম জামা-কাপড়, খাবার কিছুই নেই। সেই কারণেই চিন্তা আরও বাড়ছে।
প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যা থেকেই মেলা প্রাঙ্গণে ভিড় বাড়তে থাকে। রাত ২টো নাগাদ পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। দুর্ঘটনার সময়ে গোটা মেলা প্রাঙ্গণ জুড়ে হুড়োহুড়ি পড়ে যায়। ব্যারিকেড ভেঙে একে অন্যের ঘাড়ে পড়তে থাকেন পুণ্যার্থীরা। অনেকেরই প্রিয়জন নিখোঁজ হয়ে গিয়েছেন বলে জানতে পারা গিয়েছে।