• প্লাস্টিক দূষণ রুখতে কড়া পদক্ষেপ, হাওড়ায় জারি বিশেষ অভিযান
    এই সময় | ২৯ জানুয়ারি ২০২৫
  • পরিবেশ দূষণ মুক্ত করতে নয়া পদক্ষেপ হাওড়ায়। ১৪টি ব্লকে চালু হয়েছে কঠিন বর্জ্য এবং প্লাস্টিক বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা। গত ১৫ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে বর্জ্য সংগ্রহ করে তা প্রক্রিয়াকরণের জন্য পাঠানো হয়েছে।

    প্রশাসন সূত্রে খবর, এই অভিযানে জেলার ১৪টি ব্লকের বিভিন্ন বাড়ি এবং জনবহুল এলাকা থেকে প্রায় ৫ মেট্রিক টন প্লাস্টিক সংগ্রহ করা হয়েছে। এই কাজে সাহায্য করছে এলাকার বিভিন্ন স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং স্বনির্ভর গোষ্ঠী। এর ফলে হাওড়া জেলার পরিবেশ অনেকটাই প্লাস্টিক মুক্ত করা সম্ভব হয়েছে বলে আশা জেলা প্রশাসনের।

    আরও জানা গিয়েছে, প্লাস্টিক সংগ্রহের ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করেছে উদয়নারায়ণপুর ব্লক, উলুবেড়িয়া ১নং ব্লক, সাঁকরাইল ব্লক এবং শ্যামপুর-১ ব্লক। তবে প্লাস্টিক সংগ্রহের ক্ষেত্রে ১০০ কেজির নিচে রয়েছে জগৎবল্লভপুর ব্লক, উলুবেড়িয়া-২ ব্লক, শ্যামপুর-২ ব্লক এবং আমতা- ২ ব্লক। তালিকায় সব থেকে প্রথমে রয়েছে উদয়নারায়ণপুর ব্লক প্রশাসন (১.৫ মেট্রিক টন প্লাস্টিক সংগ্রহ করেছে)। এর পরেই রয়েছে উলুবেড়িয়া, সাঁকরাইল, শ্যামপুর এবং আমতা।

    হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘প্লাস্টিক বর্জ্য কমানোই আমাদের লক্ষ্য। জেলায় বিশেষ এই অভিযান চালিয়ে পাঁচ মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়েছে। এটা হাওড়ার পরিবেশের পক্ষে অনেকটাই ভালো।’ আগামী দিনেও এই ধরনের বিশেষ অভিযান চালানো হবে বলে আশাবাদী তিনি।

  • Link to this news (এই সময়)