পাখি পাচারের ঘটনায় গ্রেপ্তার ৪। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে বর্ধমান ও দুর্গাপুর বন দপ্তর যৌথ অভিযান চালায় একটি বেসরকারি যাত্রিবাহী বাসে। সেখান থেকেই উদ্ধার করা হয় ওই টিয়া পাখিগুলিকে। ঘটনায় গ্রেপ্তার করা হয় শেখ ইসলাম, শেখ অসীম, শিবশঙ্কর চৌধুরী ও অরবিন্দ কুমার পাণ্ডকে।
বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, ওই যাত্রিবাহী বাসটি বোকারো থেকে কলকাতার দিকে যাচ্ছিল। বাসের ডিকিতে একটি খাঁচার মধ্যে টিয়া পাখিগুলি রাখা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে কাঁকসা থানা এলাকার বাঁশকোপা টোল প্লাজার সামনে আটক করা হয় বাসটিকে। এর পর তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় খাঁচা বন্দি টিয়া পাখিগুলিকে।
জানা গিয়েছে, ঘটনায় দু'জন পাচারকারীর সঙ্গে বাস চালক ও কন্ডাক্টরকেও গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা পূর্ব বর্ধমানে এবং ঝাড়খণ্ডের বাসিন্দা। ধৃতদের বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
দুর্গাপুর বন দপ্তর রেঞ্জের অফিসার সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পাখিগুলি নিয়ে বর্ধমান বর্ধমান বাসস্ট্যান্ডে নামানোর কথা ছিল। পাখিগুলি এখন সুস্থ আছে। যেহেতু পাখিগুলি পূর্ণবয়স্ক নয় তাই দেখভালের জন্য কলকাতার সল্টলেকে পাঠানোর ব্যবস্থা করা হবে।’