• পুকুরে জামা ভাসতে দেখেই আঁতকে ওঠেন মা, মেদিনীপুরে জলে ডুবে মৃত্যু ২ শিশুর
    এই সময় | ৩০ জানুয়ারি ২০২৫
  • খেলার সময়ে পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু দুই শিশুর। ঘটনা পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা এলাকায়। মৃত দুই শিশুর নাম অভিজিৎ মান্ডি (২) এবং সঙ্গীতা হাঁসদা (৩)। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার তুতরাঙা গ্রাম পঞ্চায়েতের আস্তি গ্রামে পাশাপাশি থাকে ওই দুই শিশুর পরিবার। অন্যান্য দিনের মতো বুধবারও অভিজিৎ মান্ডির বাবা অর্জুন মান্ডি ও তাঁর স্ত্রী দু'বছরের ছোট বাচ্চাকে বাড়িতে বৃদ্ধা ঠাকুমার কাছে রেখে চাষের কাজে বেরিয়ে যান। দুপুর নাগাদ প্রতিবেশী মিঠুন হাঁসদার তিন বছরের মেয়ে সঙ্গীতার সঙ্গে একসঙ্গে খেলা করছিল ছোট্ট অভিজিৎ। হঠাৎই বাড়ির সামনেই একটি পুকুর ঘাটে নেমে যায় দু’জনে। 

    স্থানীয়রা জানিয়েছেন, সকলের অলক্ষ্যে কখন দু'জনে বাড়ির পেছনে পুকুরে নেমে যায় কেউ খেয়াল করেননি। দুপুরের পর থেকেই দু’জনকে খুঁজে না পাওয়া যাওয়ায় দুশ্চিন্তা বাড়তে থাকে। দু’জনেরই পরিবারের সদস্যরা ওই দুই শিশুকে আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পরে ওই পুকুরে সঙ্গীতার জামা ভাসতে দেখেন তাঁর মা। তখনই সন্দেহ হয়। 

    স্থানীয়রাই জলে নেমে পড়ে দু’জনের খোঁজে। দুই শিশুর নিথর দেহ উদ্ধার হয়। তড়িঘড়ি দু’জনকে বেলদা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘অত্যন্ত মর্মান্তিক ঘটনা। সমস্ত কিছু বিষয়ই খতিয়ে দেখা হবে।’ দুই শিশুর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা গ্রাম।

  • Link to this news (এই সময়)