• বাস চালকদের উপর নজরদারি রাখতে বিশেষ অ্যাপ আনছে রাজ্য
    আজকাল | ৩০ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বেপোরোয়াভাবে বাস চালানোর কারণে মৃত্যুর ঘটনা রুখতে, বাস চালকদের উপর নজরদারির জন্য রাজ্য সরকার বিশেষ অ্যাপ চালু করছে। পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষ্যে বুধবার সল্টলেকে এক অনুষ্ঠানে পরিবহন মন্ত্রী স্নেহাসিশ চক্রবর্তী এই খবর দিয়ে বলেন, এই অ্যাপ এর মাধ্যমে সরকারি ও বেসরকারি সব বাসচালকদের ট্র্যাক করা যাবে। কোনও বাসচালক কোথায় কত গতিতে বাস চালাচ্ছেন, ট্রাফিক আইন ভাঙছেন কিনা তা দেখা যাবে। প্রথমবার আইন ভাঙলে প্রথমে সংশ্লিষ্ট বাস চালককে সতর্ক করা হবে।

    তারপরও নিয়ম লঙ্ঘন করলে বাস চালকের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। আগামী কয়েকদিনের মধ্যেই এই অ্যাপ চালু হবে। প্রত্যেক বাস চালককে মোবাইলে অ্যাপ রাখা বাধ্যতামূলক করা হচ্ছে। মন্ত্রী বলেন, সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচির ফলে রাজ্যে পথ দুর্ঘটনা ও দুর্ঘটনাজনিত মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। কলকাতায় পথ দুর্ঘটনা ও দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দেশের মেট্রো শহরগুলির মধ্যে সবচেয়ে কম বলে মন্ত্রী দাবি করেন। অনুষ্ঠানে পরিবহন দপ্তরের সচিব সৌমিত্র মোহন, দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস সাংসদ দীপক অধিকারী প্রমুখ উপস্থিত ছিলেন। পথ নিরাপত্তা নিয়ে সচেতনতায় অনুষ্ঠানে স্কুলের ছাত্র ছাত্রীদের হাতে হেলমেট তুলে দেওয়া হয়। ট্রাফিক ব্যবস্থা ভালভাবে সামলানোর জন্য পুলিশ কর্মীদের শংসাপত্র দেওয়া হয়। পথ নিরাপত্তা নিয়ে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত সাইকেল র‌্যালির এদিন সূচনা হয়। কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত এই র‌্যালি হবে। উল্লেখ্য, রাজ্য পরিবহন দপ্তর ২৭ শে জানুয়ারি থেকে ৩১ শে জানুয়ারি পর্যন্ত পথ নিরাপত্তা দিবস পালন করছে।

     
  • Link to this news (আজকাল)