চাপড়ায় জমি সংক্রান্ত বিবাদের জেরে অশান্তি, চলল বোমা ও গুলি, মৃত ১, আহত ৩...
আজকাল | ৩০ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নদিয়ার চাপড়ার মহেশনগরে জমি সংক্রান্ত বিবাদের জেরে অশান্তি। চলল বোমা ও গুলি। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে চাপড়া থানার শিবপুর এলাকায়। জমিতে চাষের কাজ চলাকালীন এই ঘটনা ঘটেছে বলে জানা যায়। গোলমালে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাঁদের উদ্ধার করে প্রথমে চাপড়া গ্রামীণ হাসপাতাল ও পরে কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার জেরে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
জানা গিয়েছে, নাকাশীপাড়ার শিবপুরে জমিতে কাজ করার সময় আচমকা হামলা চালানো হয়। দু’পক্ষের গন্ডগোলের জেরে এক পক্ষ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায়। অপরপক্ষ বোমা ছোঁড়ে বলে অভিযোগ। গন্ডগোলের জেরে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। ঘটনাস্থলে প্রচুর পুলিশ বাহিনী এসে পৌঁছয়। এলাকা ঘিরে ফেলে তারা। সংঘর্ষে আহতদের চাপড়া গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় আলহামদু শেখ (৫২) নামে এক ব্যক্তির। বাকি আহতদের এরপর কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার জেরে এলাকায় যথেষ্টই উত্তেজনা রয়েছে। কেন এবং কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে তদন্তে চাপড়া থানার পুলিশ। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।