• ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন অধ্যাপিকা, কী জানালেন?‌
    আজকাল | ৩০ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ চক্রান্ত আর চক্রান্ত। এমনটাই দাবি করলেন নদিয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (ম্যাকাউট)–র মনস্তত্ত্ববিদ্যার অধ্যাপিকা।

    প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় অধ্যাপিকা এবং এক ছাত্রের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। দেখা গেছে, অধ্যাপিকার পরনে লাল বেনারসি। গলায় গোলাপ এবং রজনীগন্ধার মালা। তাঁর সিঁথিতে সিঁদুর রাঙিয়ে দিতে দেখা যাচ্ছে এক কলেজ ছাত্রকে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়। ক্লাসরুমে কীভাবে এই আচরণ করলেন অধ্যাপিকা, তা নিয়ে প্রশ্ন ওঠে। বিতর্ক শুরু হতেই ওই অধ্যাপিকাকে ছুটিতে পাঠিয়ে দেন কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানানো হয়, ওই অধ্যাপিকা মৌখিকভাবে জানিয়েছিলেন, গোটা বিষয়টি একটি নাটকের অঙ্গ ছিল। বুধবার ওই অধ্যাপিকা জানান, ফ্রেশার্স’ অনুষ্ঠানের জন্য একটি নাটকের পরিকল্পনা করেছিল পড়ুয়ারা। বিয়ের দৃশ্যটি ওই নাটকেরই অংশ। কিন্তু ওই অংশটি ভিডিও করে ছড়িয়ে দেওয়ার নেপথ্যে চক্রান্ত রয়েছে বলেই দাবি করেছেন অধ্যাপিকা। 

    অধ্যাপিকা এই ঘটনার তদন্তের দাবি করেছেন। 

     
  • Link to this news (আজকাল)