• সুন্দরবনের অফ বিট এই জায়গায় গিয়েছেন? কলকাতা থেকে মাত্র আড়াই ঘণ্টার রাস্তা
    আজ তক | ৩০ জানুয়ারি ২০২৫
  • কলকাতা থেকে মাত্র দু থেকে আড়াই ঘণ্টার পথ পাড়ি দিলে পৌঁছে যেতে পারেন সুন্দরবনের এক অদ্ভুত ঠিকানায়, ঝড়খালির ত্রিদিবনগরে। চারিদিকে জল আর জঙ্গলের এক অপূর্ব দৃশ্য, যা আপনাকে নিয়ে যাবে প্রকৃতির এক নতুন রাজ্যে। সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে, বিশেষ করে যারা অফবিট গন্তব্যে ভ্রমণ করতে চান, তাদের জন্য ত্রিদিবনগর ও বনছায়া হোমস্টে আদর্শ স্থল।

    অদ্ভুত অভিজ্ঞতা
    সেখানকার হোমস্টেগুলি থেকে মাত্র ১০ মিনিটের টোটো যাত্রা অথবা ৮০০ মিটার পথ পায়ে হেঁটে পৌঁছে যেতে পারবেন বালিখালের বিদ্যাধরী নদীর তীরে। নিভৃতে নদীযাপনের এক অদ্ভুত অভিজ্ঞতা, যেখানে আপনি একান্তে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যেতে পারবেন। নদী তীরের পাথুরে পথে হাঁটতে হাঁটতে অনুভব করবেন শান্তির এক অন্যরকম আবেশ। আর যদি আপনি গাড়ি নিয়ে আসেন, তবে গুগল ম্যাপের মাধ্যমে হোমস্টে র সামনে পৌঁছে যাবেন, যেখানে কোনও পার্কিং ফি এর প্রয়োজন নেই।

    অফবিট ট্রিপ ও লঞ্চে জলের পথে যাত্রা
    বন্ধু বা আত্মীয়দের নিয়ে ডে ট্রিপ করতে চাইলে, হোমস্টে থেকে লঞ্চে করে জল পথে ভ্রমণের সুযোগও রয়েছে। আপনার পুরো দিনটি কাটাতে পারেন প্রাকৃতিক পরিবেশে, ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স সহ প্যাকেজ নিয়ে। এর সঙ্গে সুন্দরবনের ইতিহাস, গল্প, সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগও মেলে, যা আপনাকে এই অঞ্চলের আরও কাছাকাছি নিয়ে যাবে।

    প্রকৃতির মাঝেই সুস্বাদু কুইজিনের স্বাদ
    এই গন্তব্যের আরেকটি আকর্ষণ হলো এখানকার সুস্বাদু কুইজিন। জিভে জল আনা খাবারের সাথে সুন্দরবনের এক অপূর্ব অভিজ্ঞতা তৈরি করবে এই সফর। যদি আপনি প্রকৃতির মাঝে শান্তি খুঁজতে চান এবং চাইছেন সুন্দরবনের পাথুরে জল ও মিষ্টি পরিবেশে কাটাতে, তাহলে বনছায়া হোমস্টে আপনার জন্য সেরা গন্তব্য।

    যোগাযোগের জন্য:
    হোমস্টে সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য অথবা আপনার ভ্রমণ পরিকল্পনা করতে, শীঘ্রই যোগাযোগ করুন বনছায়া হোমস্টের সঙ্গে।
    নম্বর: 9830580022 / 7044875223
    ই-মেইল: tours.bonochaya@gmail.com

    লোকেশন:
    বনছায়া হোমস্টে, সুন্দরবন, সমবায় বাজার, গ্রাম- ত্রিদিবনগর, পোস্ট অফিস- ঝড়খালি বাজার, পুলিশ স্টেশন- ঝড়খালি কোস্টাল, ব্লক- বাসন্তী, জেলা- দক্ষিণ ২৪ পরগনা, পিন কোড- ৭৪৩৩১২।


     
  • Link to this news (আজ তক)