প্রদ্যুত্ দাস: দুয়ারে সরকারে ক্য়াম্প বসেছে স্কুলে। শিকেয় উঠল পঠনপাঠন! পরিস্থিতি এমনই যে, মিড-ডে মিলও পেল না পড়ুয়ারা। ঘটনাটি নজরে আসতেই তদন্তের নির্দেশ দিলের মহকুমাশাসক। বিতর্ক তুঙ্গে জলপাইগুড়িতে।
ঘটনাটি ঠিক কী? তৃণমূল জমানায় সরকারই এখন মানুষের দুয়ারে। পোশাকি নাম, 'দুয়ারে সরকার'। রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্য়াম্প বসে। সেই ক্যাম্প থেকে বিভিন্ন সরকারি পরিষেবার জন্য নাম নথিভুক্ত করেন সাধারণ মানুষ। তেমনই ক্য়াম্প করা হয়েছে জলপাইগুড়ির পান্ডাপাড়া জুনিয়র বেসিক স্কুলে। স্রেফ স্কুল চত্বরে প্যান্ডেলই নয়, পাঁচটি ক্লাসরুমের মধ্যে তিনটিতেই চলছে 'দুয়ারে সরকার' । সেকারণেই আজ, বুধবার কোনও ক্লাস হয়নি বলে অভিযোগ। রান্না হয়নি মিড-ডে মিলও।
যদিও অভিযোগ মানতে রাজি নন স্কুলের প্রধান শিক্ষিকা। তাঁর দাবি, কোনও পড়য়া আসেনি, তাই ক্লাস হয়নি। বাতিল করে দেওয়া হয় মিড-ডে। সত্য়িই কি তাই? প্রধানশিক্ষিকার কাছে জবাব তলব করেছেন জলপাইগুড়ি সদরের মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী।