নারায়ণ সিংহ রায়: ১৪৪ বছরের পর মহা কুম্ভের যোগ। মহাকুম্বের শুরু থেকে প্রচুর ভক্তরা স্নান করার উদ্দেশ্যে প্রয়াগরাজে যেতে শুরু করেছিল। আর আজ স্নান করতে গিয়ে ঘটে বিপত্তি। আজ সকাল থেকে বহু মানুষের মৃত্যু হয় এবং তার পাশাপাশি আহত হয় প্রচুর মানুষ।
ঠিক সেরকমই শিলিগুড়ির এক বাসিন্দা মহাকুম্ভে স্নান করতে গিয়েছিল। শিলিগুড়ি থেকে তাদের পাঁচ বন্ধুর গ্রুপ গিয়েছিল মহাকুম্ভে। স্নান করতে গিয়ে লেগে যায় হুড়োহুড়ি। সকলের স্নান করতে গিয়ে দলছুট হয়ে যায় শিলিগুড়ি থেকে যাওয়া ৫ জন বন্ধু। প্রথমদিকে কারুর সঙ্গে কারোর যোগাযোগ হচ্ছিল না। তবে পরবর্তীকালে শিলিগুড়ি বিধান রোডের বাসিন্দা দীনেশ পণ্ডিত বাড়িতে ফোন করে জানান, সবাই দলছুট হয়ে গিয়েছে। আর তারপর থেকে চিন্তায় ভেঙে পড়ে তাদের বাড়ির লোকজন। পরে অবশ্য দীনেশ পন্ডিত বাড়িতে ফোন করে বলেন, এই মুহূর্তে আমি ভালো আছি।
দলের মধ্যে থাকা তিন জনের সঙ্গে যোগাযোগ হলেও বাকি দুজনের সঙ্গে এখনও যোগাযোগ হয়ে ওঠেনি। তবে যতক্ষণ না পর্যন্ত ছেলে ঘরে ফিরে আসে ততক্ষণ দুশ্চিন্তায় রয়েছে দীনেশের মা ও তার পরিবারের লোকজনেরা। এ বিষয়ে দীনেশের মা হিরামতি পন্ডিত জানান, "স্নান শেষে হুড়োহুড়ির মধ্যে পড়ে গিয়ে শ্বাস আটকে যায়। তারপর থেকেই অসুস্থ হয়ে পড়ে সে। ফোনে যোগাযোগ হলে ছেলে জানায় , দমবন্ধ হয়ে গেলে সেখানকার মানুষই তাকে উদ্ধার করে জল খাইয়ে খানিকটা সুস্থ করে তোলে। তবে খুব চিন্তায় রয়েছি। তারা সকলেই সুস্থভাবে ফিরে আসুক এটাই কামনা করি।"