• লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করছেন? কী কী লাগবে?
    ২৪ ঘন্টা | ৩০ জানুয়ারি ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলার বিভিন্ন জায়গায় দুয়ারে সরকার ক্যাম্পে নানা প্রকল্পের জন্য আবেদন করছেন সাধারণ মানুষ। যার মধ্যে সবথেকে জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী জানুয়ারি মাসেই চলছে দুয়ারে সরকার ক্যাম্প। ২৫ থেকে ৬০ বছর বয়সী অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পের আওতায় আসতে হলে কী কী নথি প্রয়োজন জানেন? 

    এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে ১২০০ এবং সাধারণ সম্প্রদায়ের মহিলারা ১০০০ টাকা করে পান। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করতে হলে সবার আগে দুয়ারে সরকার শিবির থেকে ফর্ম নিতে হবে। তারপর সেই ফর্ম ঠিকমতো পূরণ করে জমা দিতে হবে। এই প্রকল্পের সুবিধা নিতে গেলে আবেদনকারিণীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।

    লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে গেলে ফর্মের সঙ্গে দিতে হবে স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স, তফশিলি জাতি বা উপজাতি সম্প্রদায় হলে তার সার্টিফিকেট। ব্যাঙ্ক অ্যাকাউন্টের বইয়ের প্রথম পাতার জেরক্স কপি। কিন্তু কীভাবে পাবেন দুয়ারে সরকার ক্যাম্পের খোঁজ? সরকারি ওয়েবসাইট ds.wb.gov.in ভিজিট করতে হবে। ওয়েবসাইটের ডানদিকে গিয়ে সিটিজেন কর্নার থেকে Find Your Camp অপশনে ক্লিক করতে হবে।

  • Link to this news (২৪ ঘন্টা)