• বৃদ্ধার অ্যাকাউন্ট থেকে ১৭ লক্ষ ‘চুরি’, গ্রেপ্তার যাদবপুরের স্টেট ব্যাঙ্কের ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার
    প্রতিদিন | ৩০ জানুয়ারি ২০২৫
  • অর্ণব আইচ: এক বৃদ্ধার ব‌্যাঙ্ক অ‌্যাকাউন্ট থেকে ১৭ লক্ষ টাকা হাতিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ডেপুটি ব‌্যাঙ্ক ম‌্যানেজার। অভিযোগ, ওই ব‌্যাঙ্ক অ‌্যাকাউন্টে বহুদিন লেনদেন না হওয়ায় ওই অ‌্যাকাউন্টই টার্গেট করেন ওই ব‌্যাঙ্ককর্তা। অভিযোগ পাওয়ার একদিনের মধ্যেই তদন্ত করে বুধবার অভিযুক্ত ডেপুটি ব‌্যাঙ্ক ম‌্যানেজার সুমন সিংকে গ্রেপ্তার করেন দক্ষিণ কলকাতার যাদবপুর থানার পুলিশ আধিকারিকরা।

    পুলিশ জানিয়েছে, যাদবপুর বিশ্ববিদ‌্যালয়ের একটি রাষ্ট্রায়ত্ত ব‌্যাঙ্কের শাখায় টাকা রেখেছিলেন ওই বৃদ্ধা। কিন্তু বহুদিন ধরে ব‌্যাঙ্কের টাকার লেনদেন হয়নি। মঙ্গলবার ওই ব‌্যাঙ্কটিতে গিয়ে ঠাকুরমার অ‌্যাকাউন্ট আপডেট করতে যান নাতি। কিন্তু আপডেট করার পরই তাঁর মাথায় হাত। ব‌্যাঙ্ক থেকে গত কয়েক মাসে তুলে নেওয়া হয়েছে ১৭ লক্ষ টাকা। কিন্তু কেওয়াইসিতে নম্বর না থাকার ফলে পরিবারের লোকেরা কিছু জানতে পারেননি। এই ব‌্যাপারে ব‌্যাঙ্ক কর্তৃপক্ষও কিছুই জানাতে পারেনি। তখনই তিনি যাদবপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করে। ব‌্যাঙ্কে গিয়ে পুলিশ আধিকারিকরা জানতে পারেন যে, ব‌্যাঙ্কের স্লিপ দিয়েই টাকা তোলা হয়। স্লিপে রয়েছে বৃদ্ধার সই।

    প্রাথমিকভাবে পুলিশ আধিকারিকরা বুঝতে পারেন যে, বৃদ্ধার সই জাল করা হয়েছে। সেই সূত্র ধরেই ব‌্যাঙ্কের অন‌্য আধিকারিকদের পুলিশ জেরা করতে শুরু করে। তাঁদের বক্তব্যের ভিত্তিতেই পুলিশ নিশ্চিত হয় যে, ব‌্যাঙ্কের ডেপুটি ম‌্যানেজার এই ঘটনার সঙ্গে যুক্ত। টানা জেরার মুখে ভেঙে পড়েন তিনি। পুলিশের অভিযোগ, সুমন সিং ওই অ‌্যাকাউন্টটিকে টার্গেট করার পর স্লিপ দিয়ে ওই টাকা তুলে নেন। ওই টাকা সুমন আত্মীয়দের অ‌্যাকাউন্ট ও নিজের জয়েন্ট অ‌্যাকাউন্টে রেখেছিলেন। সুমনকে জেরা করে এই ব‌্যাপারে আরও তথ‌্য জানার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)