• বৃহস্পতিবার থেকে শুরু ট্যাংরার বিপজ্জনক বহুতল ভাঙার কাজ, সিদ্ধান্ত পুরসভার
    প্রতিদিন | ৩০ জানুয়ারি ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতায় একের পর এক বহুতল হেলে পড়ার ঘটনায় উদ্বিগ্ন পুরসভা। বৃহস্পতিবার থেকেই শুরু হবে ট্যাংরার ক্রিস্টোফার রোডের বহুতল ভাঙার কাজ। বুধবার কলকাতা পুরসভায় বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম। হরিয়ানার এক সংস্থার দুই প্রতিনিধিও বৈঠকে যোগ দেন। ওই বৈঠকের পরই ট্যাংরার বহুতল ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    কলকাতা পুরসভার ৯৯ ওয়ার্ডে বাঘাযতীন চত্বরে বিদ্যাসাগরের কলোনির একটি আবাসন হেলে পড়ে। নিচের তলাটি কার্যত চুরমার হয়ে যায়। ঘটনার প্রাথমিক তদন্তে কলকাতা পুরসভা জানায়, অনুমতি ছাড়াই তৈরি হয়েছিল ওই বহুতল। তারপর ট্যাংরার ক্রিস্টোফার রোডে হেলে পড়ে একটি নির্মীয়মাণ বহুতল। বিধাননগর পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ড এলাকায় পরপর দুটি বাড়ি বিপজ্জনকভাবে হেলে পড়ে। অন্যদিকে, ৩ নং ওয়ার্ড এলাকার দক্ষিণ নারায়ণপুরের একটি বাড়িও হেলে পড়ে। সেই রেশ কাটতে না কাটতে কলকাতা পুরসভার ৫৯ নম্বর ওয়ার্ডের ১২ নম্বর লোকনাথ বোস গার্ডেন লেনেও হেলে পড়ার বহুতলের খোঁজ পাওয়া গিয়েছে। একের পর এক ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত আবাসিকরা।

    ক্রিস্টোফার রোডের নির্মীয়মাণ আবাসনে কাজ চলাকালীন বহুতলের ভিতরে কাজ চললেও একাধিক পরিবার সেখানে থাকতে শুরু করেছিলেন। গত ২২ জানুয়ারি বহুতল হেলে পড়ে। স্বাভাবিকভাবেই প্রবল শোরগোল পড়ে যায়। বাঘাযতীন কাণ্ড থেকে শিক্ষা নিয়ে দ্রুত পদক্ষেপ করে পুরসভা। রাতেই ওই আবাসন ফাঁকা করার নোটিস দেওয়া হয়। জানানো হয়েছে, ওই বহুতলের চার ও পাঁচতলায় বিপজ্জনক অবস্থায় রয়েছে। অবিলম্বে তা ভাঙা হবে, তাই দ্রুত ফাঁকা করতে হবে আবাসন। বাসিন্দাদের কাছে সহযোগিতা চাওয়া হয়। কিন্তু রাতারাতি এই ঘটনায় সমস্যায় পড়েন আবাসিকরা। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁদের পর্যবেক্ষণের পরই বিপজ্জনক বহুতলটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হবে কাজ।
  • Link to this news (প্রতিদিন)