• বান্ধবীকে চুমু খাওয়ায় যুবককে বেধড়ক মার, হইচই মেট্রোতে 
    এই সময় | ৩০ জানুয়ারি ২০২৫
  • চলন্ত মেট্রোয় চুমু খাওয়া নিয়ে হট্টগোল। গণপিটুনির হাত থেকে প্রাণে বাঁচলেন এক যুবক ও যুবতী। ‘নীতি পুলিশ’-এর ভূমিকায় যাত্রীদের একাংশ। তাঁদের রোষ থেকে কোনওক্রমে নিজেদের রক্ষা করলেন ওই যুবক ও যুবতী। 

    জানা গিয়েছে, বুধবার রাতে কবি সুভাষগামী একটি ট্রেনে ওই যুবক ও যুবতী যাত্রা করছিলেন। দুই কামরার মধ্যে দাঁড়িয়েছিলেন তাঁরা। কালীঘাট স্টেশন ছেড়ে ট্রেন রবীন্দ্র সরোবরের দিকে যাওয়ার সময় তাঁদেরকে চুম্বন করতে দেখেন এক প্রবীণ নাগরিক। কয়েকজন যাত্রী এর প্রতিবাদ জানান। তাঁদেরই মধ্যেই একজনকে বলতে শোনা যায়, ‘এটা আমেরিকা না ইউরোপ! পাবলিক প্লেসে এই ধরনের অসভ্যতামি করছেন কেন?’

    যুবক ও যুবতীর সঙ্গে তর্কাতর্কি লেগে যায় কয়েকজন যাত্রীর। ওই যুবক বলেন, ‘আমার বান্ধবীকে আমি চুমু খাব। আপনার আপত্তি কেন?’ এর পরেই প্রবীণ এক যাত্রী রেগে গিয়ে যুবকের গালে পায়ের জুতো খুলে মারেন বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে মেট্রোর ওই কামরায় হইচই শুরু হয়ে যায়। 

    একদল যাত্রী ওই যুবককে মারধর শুরু করে দেন বলেও অভিযোগ। যুবতী কোনওরকমে ওই যুবককে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। আর কোনও যাত্রীকে ওই যুবককে মারের হাত থেকে বাঁচানোর চেষ্টা করতে দেখা যায়নি। ‘নীতি–পুলিশ’–দের হাত থেকে কোনওভাবে নিজেদের বাঁচিয়ে ট্রেন থেকে নেমে যান ওই যুগল। যদিও বিষয়টি নিয়ে মেট্রোর তরফে কোনও বক্তব্য মেলেনি। 

    তথ্য সহায়তা: তাপস প্রামাণিক

  • Link to this news (এই সময়)