• সিঙ্গল বেঞ্চ থাকতে কেন ডিভিশন বেঞ্চের সময় নষ্ট, কলকাতা হাই কোর্ট নিয়ে অসন্তোষ সুপ্রিম কোর্টের
    আনন্দবাজার | ৩০ জানুয়ারি ২০২৫
  • কলকাতা হাই কোর্টের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। যে কাজ সিঙ্গল বেঞ্চে হয়ে যায়, কেন তার জন্য ডিভিশন বেঞ্চের সময় নষ্ট করা হচ্ছে? প্রশ্ন তুলেছে শীর্ষ আদালতের বিচারপতি অভয় এস অকা এবং বিচারপতি উজ্জ্বল ভূঞার বেঞ্চ। এই সংক্রান্ত রিপোর্ট তলব করা হয়েছে কলকাতা হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের (জুডিশিয়াল) কাছ থেকে।

    একটি খুনের মামলায় জামিন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিযুক্ত। সেখান থেকে মামলাটি যায় সুপ্রিম কোর্টে। সেই মামলার শুনানিতেই শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, জামিন এবং আগাম জামিনের মামলা দেশের অন্যান্য হাই কোর্টে সিঙ্গল বেঞ্চে শোনা হয়। সেখানে কলকাতা হাই কোর্টে কেন এই ধরনের মামলা ডিভিশন বেঞ্চে শোনা হচ্ছে? জামিন মামলায় কেন ডিভিশন বেঞ্চ নিজেদের সময় নষ্ট করছে? হাই কোর্টে প্রচুর পরিমাণে জামিনের মামলা দায়ের হচ্ছে এবং সেগুলি বিচারাধীন অবস্থায় পড়ে থাকছে। দিনের পর দিন শুনানি হচ্ছে না। বিচারপতির মন্তব্য, ‘‘এই অবস্থায় ডিভিশন বেঞ্চ এই সব জামিনের মামলার শুনানি করায় আমরা বিস্মিত!’’

    আদালতের বক্তব্য, ডিভিশন বেঞ্চে জামিন মামলার শুনানি সময়সাপেক্ষ। কেন সেখানে এই ধরনের মামলা শোনা হচ্ছে, প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। সিঙ্গল বেঞ্চে শুনানি হলে আরও দ্রুত প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে বলে মনে করছে আদালত।

    শীর্ষ আদালতে আগামী ২৮ ফেব্রুয়ারি এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি। দুই বিচারপতির বেঞ্চের নির্দেশ, সে দিন হাই কোর্টের রেজিস্ট্রারকে (জুডিশিয়াল) জানাতে হবে, ২০২৪ সাল থেকে এখনও পর্যন্ত কলকাতা হাই কোর্টে কতগুলি জামিন এবং আগাম জামিনের মামলা দায়ের হয়েছে। ওই সময়ের কত মামলা আদালতে এখনও বিচারাধীন রয়েছে, তা-ও জানাতে হবে।

  • Link to this news (আনন্দবাজার)