• ২১ ডিগ্রির ঘরে সর্বনিম্ন তাপমাত্রা, সরস্বতী পুজোর আগেই ‘ভ্যানিশ’ শীত
    এই সময় | ৩০ জানুয়ারি ২০২৫
  • মাঘেও ফর্মে নেই শীত। সরস্বতী পুজোর আগেই আলমারি বন্দি হয়েছে সোয়েটার, মাফলার, টুপি। সোমবার রাতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার ভোরে তা বেড়ে হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৬.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শীতের এই আচমকা ইউ টার্ন নেওয়ার কারণ ফের পশ্চিমী ঝঞ্ঝা। রাজ্যে উত্তুরে হাওয়ার অবাধ প্রবেশে বাধা হয়ে দাঁড়িয়েছে ঝঞ্ঝা। সেই কারণেই দিন এবং রাতের তাপমাত্রার পারদ বাড়ছে এবং সপ্তাহান্তে তা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। চলতি মরশুমের মতো শীতের জার্নি শেষ, জানাচ্ছেন আবহবিদরা। 

    দোরগোড়ায় সরস্বতী পুজো। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ৩ দিনে আরও ২ ডিগ্রি সেলসিয়াস পর্যপ্ত তাপমাত্রা বাড়তে পারে। তবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা সামান্য কমতে পারে। যদিও সেই পারদ পতনও শীতপ্রেমীদের জন্য বিরাট অনুকূল হবে বলে মনে করছেন না আবহবিদরা। ফেব্রুয়ারির দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ থেকে তাপমাত্রা ক্রমশ বাড়তেই থাকবে। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তাপমাত্রা বাড়তে পারে। 

    আগামী ৩ দিন ঘন কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ৫ জেলায় রয়েছে কুয়াশার সতর্কবার্তা। এই জেলাগুলি হলো দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা। সেখানে দৃশ্যমানতা ৫০ মিটারের নীচে নেমে যেতে পারে সকালের দিকে। 



    তবে স্বস্তির বিষয়, উত্তর বা দক্ষিণবঙ্গের কোথাও আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পরিষ্কার থাকবে আকাশ। তবে শীত যে গায়েব হবে ধীরে ধীরে, তা একপ্রকার স্পষ্ট। 

  • Link to this news (এই সময়)